'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'
** এই সিরিজের পোস্টগুলোকে সিরিয়াসলি না নিলেই বাধিতো হবো।
;;
;;
;;
;;
টেকি ভাইয়েরা! আপনারা কৈ! আমাকে সাহায্য করেন। খুব বিপদে আছি। পায়জামার ফিতা ক্যাম্নে বান্দে??
তাছাড়া আরো কিছু ব্যাপারেও সাহায্য করুন পার্লে।
ফিতাওয়ালা পায়জামা ভালো নাকি বোতামওয়ালা?
কোন ব্র্যান্ডের পায়জামা ভালো হবে?
পায়জামা থেকে কি জিন্স উত্তম?
পায়জামার সাথে কি বেল্ট পরা যেতে পারে?
খুব তাড়াতাড়ি সাহায্য করুন।
।
রেটিং- মডু পায়জামার ফিতা ঠিক আছে কিনা সেইটা চ্যাক করতে ব্যাস্ত। তাই আপাতত রেটিং আর হিট কাউন্ট করা বন্ধ আছে।
কমেন্টঃ
কবরী বলেছেনঃ দেলু ভাই, শাড়ি পর্লে ক্যামন হয়?
লেখক বলেছেনঃ যাও দুষ্টু।
কাদের সিদ্দিকী বলেছেনঃ আরে বস এক কাম করো।
তুমি গামছা পরে চক্কর দেওয়া শুরু করো। তুমারে মানাইবো কিন্তু দারুন।
লেখক বলেছেন কাদেইর্যা, ফাইজলামী কৈরনা বস। তাড়াতাড়ি উপায় বাতলাও। অবশ্য তুমার পদ্ধতি যে একেবারে পছন্দ হয় নাই সেটা না।
দেখি কি হয়।
আব্দুল জলিল বলেছেনঃ আগামী ৩০ জুন-এর মধ্যে আপনি পায়জামা না প্যান্ট এই সিদ্ধান্তে আসবেন। নাইলে কিন্তু...।
লেখক বলেছেন আজকাল মডুরা কি করে? ব্লগে দেখি হুমকি দেওয়া দেওয়িও চলে।
সাকা চৌধুরী বলেছেনঃ ক্ষেক্ষেক্ষ ক্ষেক্ষেক্ষ ক্ষেক্ষেক্ষ ক্ষেক্ষেক্ষ।
লেখক বলেছেন ব্লগে অশ্লীল হাসি দেওয়া কি নিষিদ্ধ না?
মডু বলেছেনঃ প্রিয় ব্লগার সাকা। আপনাকে বিটকেলে হাসি না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ব্লগে অনেক কোমলমতি ব্লগার আছে। এই হাসি দেখে তাদের মানষিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে। ব্লগ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ।
লেখক বলেছেনঃ দেখেন না মডুপু। আমাকে নিয়ে সাকা টিটকারী মারে। আমি বিচার চাই। ও হ্যা! পায়জামা বিষয়ক পরামর্শের কি হলো।
সাকা বলেছেনঃ মডুর আম্মুকে আব্বু। আমি হাসি দেই না কি করি এতে মডুর কি? (বিটকেলে হাসির ইমো)
লেখক বলেছেনঃ এসব কি?
মডু বলেছেনঃ সাকা সাহেব মুখ সামলিয়ে কথা বলুন। জানেন আপনি? আপনার খুটির জোর ভালো বলেই এখনো আপনাকে আমি ব্যান করছি না। না হলে এতক্ষনে...।
লেখক বলেছেনঃ পায়জামা বিষয়ে পরামর্শ ভাই মডুপু।
সাকা বলেছেনঃ ঐ মডু! তোর খপর আছে বলে দিচ্ছি। (বিটকেলে হাসির ইমো)
লেখক বলেছেনঃ :O
মডু বলেছেনঃ @দেলু রাখেন আপনার পায়জামা।
ঐ সাকা!!! মুখ সামলে ফেলুন বলছি।
লেখক বলেছেনঃ আমার পায়জামার দরকার নাই। আমি গেলাম।
সাকা বলেছেনঃ কি করবেন মডু?? কি করার ক্ষমতা আছে আপনার?
মডু বলেছেনঃ আমি কি করি না করি সেটা সময় এলেই দেখবেন সাকা। মনে রাখবেন তালাক দেওয়া বউ-এর সাথে যেমন ঘর করা যায় না। তেমনি ব্যান হওয়া ব্লগাররাও আর ব্লগিং করতে পারেন না।
সাকা বলেছেনঃ ঐঐঐঐঐঐঐঐঐঐঐ মডু। তুই আমারে ব্যানের ভয় দেখাস!!!! তোর এতো বড় সাহস!!! দাড়া! তোরে দেখাইতেছি মজা।
মডু বলেছেনঃ ঠ্যা ঠ্যা ঠ্যা ঠ্যা ঠ্যা...(গুল্লির ইমো)
সাকা বলেছেনঃ ক্যাচ ক্যাচ ক্যাচ ক্যাচ( কোপানোর ইমো)
মডু বলেছেনঃ ইয়া ডিশুমাইক।
সাকা বলেছেনঃ ঠিশ ঠিশ ডিশুম।
দৃশ্য দুইঃ
প্রথমালুর শিরোনামঃ সন্ত্রাসীদের হামলায় "মামু" ব্লগের মডুর অবস্থা আশংকাজনক। ব্লগ কার্যালয়ে ব্যাপক ভাংচুর।
দৃশ্য তিনঃ
খুটির জোর হোক আর যাই হোক।
সাকার টিকিটি কেউ স্পর্ষ করতে পারে নাই এখনো। তার মডারেশন স্ট্যাটাস এখন সেফ। উলটা মডুই ব্যান খেয়ে বসে আছে।
দৃশ্য চারঃ
খন্দকার দেলোয়ার শেষ পর্যন্ত পায়জামা সমস্যার সমাধান পেয়েছিলেন কিনা জানা যায় নি।
দৃশ্য পাঁচঃ
বই মেলায় এসেছে সাকার আত্মজীবনীঃ "তুমি মডু, তাই বলিয়া আমি ব্লগার হইবোনা কেনো"।
পর্দার আড়ালের দৃশ্যঃ
এইরকম মারামারি দেইখা এই সিরিজের লেখক রাজি ব্যাপক ডরাইছেন। তাই তিনি রাজনীতিবিদ যখন ব্লগার সিরিজটাকে ক্লিনিকালি ডেড ঘোষনা করে পড়ালেখায় মনোনিবেশ করার চেষ্টা করছেন। ভবিষ্যতে অন্য কোন সিরিজে সবার সাথে দেখা হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করছেন।
পুনশ্চঃ বাস্তবতার সাথে কিংবা জীবিত অথবা মৃত কারো সাথে এই সিরিজের কোন লেখার কোন মিল পেলে তার দায় আপনার উপর বর্তাবে।
রাজনীতিবিদ যখন ব্লগার!! - ১ ** চুল ও ভ্রু-র যত্ন, লিখেছেন খালেদা জিয়া।
।
রাজনীতিবিদ যখন ব্লগার!! - ২ ** ডিজিটাল রুপকথাঃ আব্বা আমার আব্বা- লিখেছেন শেখ হাসিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।