আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
রাজধানীতে তখন চলছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ও নির্বাচন কমিশনার(আইজ্যা)কে সরানোর আন্দোলন, আমরা টিভির পর্দায় দেখলাম, রাজনীতিবিদরা কিভাবে মানুষদের দুর্ভোগের কারন হয়ে দাড়ায়, ঘরমুখো মানুষ কিভাবে রাস্তায় দিন কাটায় আর ঘরের মানুষ কিভাবে অফিসের চিন্তায় নির্ঘুম রাত কাটায়। জাতির বৃহত্তর স্বার্থে নাকি তা ছিল একটি ত্যাগ। আমরা জানি না, জাতির বৃহত্তর স্বার্থ আসলে কি? সরকার ও আন্দোলনকারী দু দলই তো রাজনীতিবিদ,তাদের মাঝে আমি জাতির স্বার্থ কোথায় তা অনেকদিন খোঁজার চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করেন পাইনি। কোথায় পাব, থাকলে তো? আর কিছু কিছু ভাল মানুষ নামি রাজনীতিবিদ আছেন, যাদের সামনে ধর্মের কথা বললেই তারা 'জামাতি' আর 'পাকিস্তানী' বলে গালি দেন, সেই সব ভাইদের বলব, ভাইজান ধর্মকে জানেন, আপনি হয়তো অনেক বড় পন্ডিত হতে পারেন, কিন্তু মেধার এই যুদ্ধে প্রগতিশীল সমাজের নয়, মৌলবাদ গোত্রের নয়, আসুন ধর্মের সাথে থাকি। এ ধর্ম কোন জামায়াত ইসলামীর নয়, অথবা কোন জে এমবি র নয়, এটা সর্বজনীন জ্ঞানীদের, দুটো আরবী পড়লেই অথবা ভার্সিটির ডিগ্রি নিলেই ইসলাম জানা যায় না। তাই বলছিলাম, আপনি যত পন্ডিত হন না কেন, দালালি তো আপনাকে করতেই হবে, যদি ধর্মের দালালি করেন, তবে মানুষ আর যদি ফায়দা লুটার চেষ্টায় রাজনীতির দালালি করেন তবে, হয়তো আপনি রাজনীতিবিদ কিন্তু মানুষ নন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।