আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংকের দেয়াল ভেঙে লুটের চেষ্টা‘

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের ছুটির মধ্যে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কোনো এক সময় নাবাবগঞ্জে অগ্রণী ব্যাংকের দ্বিতীয় তলার দেয়ালের একটি অংশ ভেঙে ডাকাতরা ভেতরে প্রবেশ করে।
এরপর তারা নিচতলায় থাকা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করলেও ঢুকতে ব্যর্থ হয় বলে ইনস্পেক্টর জালাল জানান।
“ঈদের ছুটি শেষে রোববার সকালে ব্যাংক কর্মীরা অফিসে প্রবেশ করে ভাঙা দেয়াল আবিষ্কার করেন। পরে তারা পুলিশে খবর দেন।”
এদিকে গত বৃহস্পতিবার রাতে হাজারীবাগে বোরহানপুর মসজিদের কাছে এক সৌদি প্রবাসীর বাসার তালা ভেঙে ঘর থেকে ১৬ ভরি সোনা, আড়াই লাখ টাকা ও দামি মালামাল নিয়ে যায় চোরেরা।
ছয়তলা ওই ভবনের চারতলার ফ্ল্যাটের বাসিন্দা মিনু রহমান জানান, ঈদের আগের রাতে দুই সন্তানকে নিয়ে তিনি হাজারীবাগ বটতলা এলাকায় মায়ের বাসায় যান। গভীর রাতে ফিরে দেখেন, বাসার তালা ভাঙা এবং ভিতরের জিনিসপত্র এলোমেলো।
ঘর থেকে ১৬ ভরি সোনা, আড়াই লাখ টাকা ও দামি জিনিসপত্র চুরি গেছে বলে জানান তিনি।
হাজারীবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হযেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.