মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
সুদ ব্যবসার কেন্দ্র হল ব্যাংক। সকল ব্যাংকই সুদ নিয়ে এবং দিয়ে থাকে। কোনো ব্যাংক একটু বেশী নেয়, আবার কোনো ব্যাংক একটু কম নেয়। যা-ই হোক, বিষ_বিষই।
এই ব্যাংকের একেকটির নাম একই নামে নয়, ভিন্ন ভিন্ন নামে। কিন্তু এদের মূল কাম একই। আবার এই নামের পিছনে জামাতী ছাগলরা ইসলামী শব্দটি ব্যবহার করেছে। এবং তারা বলে বেড়ায় সুদ খাওয়া না কি হারাম, কোরআনে আছে------------আরো কত কি?
তো জামাতী ছাগল ইসলামী ব্যাংক থেকে যে সুদ বা লাভ খাও _ তা কি ???
ভন্ড।
ধর্মের নামে ভন্ডামী।
ব্যবসা।
জঙ্গীবাদ।
কুসংস্কার।
সমাজটাকে সভ্যতাটাকে, পৃথিবীটাকে আল্লার আইন প্রতিষ্ঠার কথা বলে ধ্বংস করার দিকে নিয়ে যেতে চায়। কত বড় মূর্খ।
ছাগল।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।