সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..
কোন ইতিহাস আমার জানা নেই
নেই কোন আত্ম জন্মের ইতিহাস
মানুষের এক অদূশ্য লোকের হাহাকার জেগে উঠে
অসহ্য যন্ত্রের কোন হাহুতাস যাপন
কোন কোন দিন নিজেকে অসহ্য মনে হয়
মনে হয় অখন্ড সময়ের অখন্ড গিটারের তার বাজতে বাজতে ছিড়ে যায় অসহ্য কস্টে। মানুষ যখন তার অদৃশ্য জালের অন্ধকারে হাতরে বেড়ায় তার নিকট অতিত। অতিতের সাথে অতিতের যোগ বিয়োগ গুন ভাগ কোন কিছুই আমাকে দিতে পারেনি সুনির্দিষ্ট সমাধান। সকুরন আবেগ আর নিষ্করুন সত্ত্বার কোন কুন্ঠা নিশুত কোন সুর বেজে যায় নিদারুন সকরুন সুরে। ভোরের হাওয়া আজ আর আসেনি শুন্য দেয়ালে মূখ থুবরে পড়ে আছে আমার সাড়া রাতের নষ্ট নিঃশ্বাস।
কষ্ট হয় বুক ভরে তা নিতে। ফুসফুসের তার গুলো ব্যাথায় টন টন করে উঠে বলেই আজ এই যথেচ্ছ জীবন কথা। কত রাতের কথা বলা হয়ে উঠেনি নিজেকে। কতটা সময় চলে গেছে অনেক দুরে। অন্য আকাশে।
শেষ কালে তার দাফন হয়েছে এই নষ্ট শহরে। নষ্ট হলেও ঢাকা তো আমার মা। বুকে আগলে রেখেছে আজো সে দিন মাস বছর যুগ । ভালোবাসি ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।