আমাদের কথা খুঁজে নিন

   

...কম্পমান হৃদয়ের পেয়ালায় বিষাদের একফোঁটা বিষ...

বরফ - শীতল © আরফার রাজী [arfar_razi@yahoo.com]

[উৎস্বর্গঃ ডোনা টেলা] ফিরে এসো ... ..... ......... চ্যুতি- বিচ্যুতি তে বিপর্যস্ত; আর ভিষণ ওজনদার - ছুঁড়ে দেয়া ঐ বৃষ্চিকের বিষ মাখানো তীর; পিশাচের হাসি আর নিষ্ঠুর মায়াময়তা; রক্তের লালিমায় ছেয়ে থাকা ভাসমান গ্লেসিয়ার; রূঢ় আর বিষাদময়তায় ঢাকা; অস্থির অবয়ব।। নির্ঘুম রাতের করুন আর্তনাদ আর ভুল বোঝাবুঝির এই অস্থির আক্রমণ- ফিরিয়ে দেয়া অনুভূতি - সে তো পারবেই; দুরুদুরু কাঁপন আর ধরফরানির মাঝে উচ্ছ্বল হাসি আমি দেখতে পাই- ঐ অবয়বে- বড় অচেনা, বড়ই অজানা - কেন লাগছে আজ? "সবার সাথে একই" - কি এমন টান ছিল - যা বোঝার জন্য নদীর ঢেউ বইবার অপেক্ষা নিশ্চই করতে হতো না- কিন্তু তাই তো হলো - অদ্ভুত কোনো টান বোঝাল ভুল_____ নিশীথের অস্থিরতার মানেও বুঝলে না তুমি; "ছেড়ে দাও মোরে" - বহিঃপ্রকাশ কিসের? কথাই কি অমৃত ছিল না? বিশ্বাস ভঙ্গ হয় তাই? ও যে আমার কান্নার বহিঃপ্রকাশ। ও যে আমার কান্নার বহিঃপ্রকাশ।। পাথরের ছাউনি দেখা হয়? শক্তপোক্ত করে বাঁধানো - আর আগলে রাখা কীট; ধূলোর জঞ্জালে ঠাসা- আছড়ে পড়বে ঠিক মাথার উপর। কোণঠাসা আমি -..../// কাঁদতে পারছি না - দয়া কর দেবী। দয়া কর।। আরফার রাজী ০৫.১১.২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।