আমাদের কথা খুঁজে নিন

   

আলেকজান্ডার ডেনড্রাইট ছাড়িয়ে গেলেন বীরেন্দর শেবাগকে, ইনজামাম আর ব্র্যাডম্যান ভয়ে কম্পমান

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
আলেকজান্ডার ডেনড্রাইট মাইনাস ক্যাম্পেইন আপডেট ৪ঠা সেপ্টেম্বর, ২০০৮, সন্ধ্যা ৮:১০ "মাইনাসের রাজা" খ্যাত ছ্যার আলেকজান্ডার ডেনড্রাইট ৩২০টি মাইনাস পেয়ে নটআউট আছেন, ছাড়িয়ে গিয়েছেন বীরেন্দর শেবাগের ৩১৯ রানের ইনিংসকে। সামনে আছেন আছেন ইনজামাম আর ব্র্যাডম্যানের মতো গ্রেট ব্যাটসম্যানেরা। আমাদের মুলতান প্রতিনিধি জানিয়েছেন আজ বিকালে ইনজামাম-উল-হককে রাত মুলতানের এ্যাপার্টমেন্টের বারান্দায় টেনশন সহকারে পায়চারি করতে দেখা গিয়েছে। ওদিকে অ্যাডিলেড প্রতিনিধি জানিয়েছেন আজ সন্ধ্যা থেকেই সেন্টেনিয়াল পার্ক সমাধিস্থলে অবস্থিত ব্র্যাডম্যানের সমাধির ভেতর থেকে "হাড় ঠকঠকানির" আওয়াজ পাওয়া যাচ্ছে। ইতিপূর্বে অনেক ব্যাটসম্যানই এদেরকে ছাড়িয়ে গেলেও আলেকজান্ডার ডেনড্রাইটের মতো চারপেয়ে জীবের কাছে তারা রেকর্ড হারানোর ভয়ে আজ সন্ত্রস্ত। প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকা থেকে কক্সবাজার আর সুন্দরবন ছিটকে গিয়েছে তো কি হয়েছে? আসুন নেই একই পরিশ্রম, সাধনা আর চোরামী প্রয়োগ করে আমরা আলেকজান্ডার ডেনড্রাইটকে বিশ্বের দরবারে তুলে ধরি। আলেকজান্ডার ডেনড্রাইটের সেই ঐতিহাসিক পোস্টে মাইনাস প্রদান করতে এই লিন্কে ক্লিক করুন: View this link আর শীর্ষতালিকা দেখতে ক্লিক করুন এই লিন্কে: View this link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.