* আমি খুজে বেড়াই নিজেকে *
গত দুই দিনে ট্রানজিট সম্পর্কিত পোস্টের বল্গানি দেখে নিজের মধ্যে বেশ পরিবর্তন এসেছে।
নিজেকে ভারতীয় নাগরিক মনে হচ্ছে।
সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব মনমোহন সিংয়ের কাছে আমার বেশ কিছু চাহিদা/দাবী রয়েছে।
একখান ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করমু ভাবতেছি। বাংলাদেশের পাসপোর্ট মনে হয় কামে লাগবোনা।
আর আইজকার থিকা সব দাবি দাওয়া করমু মনমোহন সিংয়ের কাছে।
মধ্যবর্তী নির্বাচন চাইব মনমোহনের কাছে।
খালেদা জিয়ার বাড়ি চাই, মনমোহন তো রক্ষা নাই।
কোকো মিয়া মরে কেন মনমোহন তুই জবাব দে।
তারিক্যার ভাংগা কোমর, মনমোহন তোর রক্ষা নাই।
চুরি চামারি যাই করি, মহমোহন তুই জিগানের কে?
নিজামী সাঈদির মুক্তি চাই, মনমোহন তোর রক্ষা নাই।
গ্যাস চাই, পানি চাই, বিদ্যুৎ চাই - নাহলে মনমোহন তোর মাথা চাই।
বন্দে মাতরম.....।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।