নাজমুল ইসলাম মকবুল
মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এক ব্যক্তি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য পদে জয়ী হয়েছেন। মিশিগান অঙ্গরাজ্যের ১৩ ডিস্ট্রিক্ট থেকে হেনসেন ক্লার্ক নামের যিনি বিজয়ী হয়েছেন তার
বাবা ছিলেন বাংলাদেশী। তাদের পৈতৃক নিবাস সিলেটের বিয়ানীবাজারে। কয়েক বছর আগে হেনসেন ক্লার্ক বিয়ানীবাজারে তার বাবার বাড়ি ঘুরে গেছেন।
বিজয়ের পরপর তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, আমেরিকান জনগণের স্বপ্ন পূরণে নিরলস প্রয়াস থেকে কখনও পিছপা হবেন না তিনি।
মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে হেনসেন ক্লার্কের বিজয়ে বাংলাদেশীরা উল্লাস প্রকাশ করেছেন। প্রসঙ্গত, এ নির্বাচনে রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অবশ্য সিনেটে ক্ষমতাসীন ডেমোক্রেট দলের প্রাধান্য বহাল রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।