আমাদের কথা খুঁজে নিন

   

নেতাজী



এমন না যে, বাংলাদেশের সকল রাজনীতিবিদই খারাপ। ভালো আছেন অনেকেই। গোবরেও পদ্ম ফুল ফুটে। তাদের প্রতি ক্ষমা প্রার্থনা পূর্বক অবশিষ্ট রাজনীতিবিদ হযরতগণের প্রতি উৎসর্গীত কিছু পঙক্তি- নেতা সাবের নীতি নাই আছে দামি গাড়ি, নির্বাচন আসলে নেতা ঘুরেন বাড়ি বাড়ি। এটা দেবো সেটা দেবো করেন অংগীকার ভোটের পরে নেতা ভুলেন সকল প্রতিজ্ঞার। জনগণের বিপুল ভোটে নেতা হলে পাশ আগের জীবন ভুলে নেতা করেন স্বর্গে বাস। নেতা মশাই মুনিব সাজেন আমরা তখন দাস সুযোগ পেলেই দেন আমাদের আইক্কাওয়ালা বাঁশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।