আমাদের কথা খুঁজে নিন

   

আমি সুবাস(নেতাজী সূবাস চন্দ্র বসু) বলছি----------------

আমাদের এই বাংলাদেশ, তার আগে পাকিস্তান তারও আগে ভারতবর্ষ ।এই ভারত বর্ষ ছিল বিটিশ সরকার এর অধিনে অর্থাত ইংল্যান্ড ই বলা যায়, শাসক ভেদে রা্ষ্র্টে নাম ভিন্ন তবে জায়গার নাম যা ছিল তাই ই আছে। মহা পরাক্রমশালি বিটিশ সরকার এর বিরুদ্ধে যখন এক বাংগালি ঘোষনা করেছিলো " চল চল দিল্লি চল" কর্মসূচী তখন বিটিশ সরকারের ভীত পর্যন্ত কেপে উঠেছিল, কারন তারা ছিল অত্যাচারি শাসক এই কারনেই হয়তো তাদের এত ভয় ছিল নেতাজী সূবাস চন্দ্র বসুর "চল চল দিল্লি চল" আন্ডোলন কে, আজ প্রায় শতবর্ষ হতে চলে এমনই একটা ঘোষনা দি্যেছে বিরোধী দলের নেত্রী বেগম জিয়া "চল চল ঢাকা চল"। বিটিশ সরকার ছিল ভিন দেশি সরকার অত্যাচারি সরকার তার ভয় পাবার কারন ছিল নেতাজীর কর্মসূচি কে, কিন্তু আওয়ামি সরকার তো ভিনদেশি সরকার না তবে তার কেন এত ভয় এই 'চল চল ঢাকা চল" কর্মসূচি কে ? তাহলে কি এই সরকার জন গনের সরকার নয়? তাই যদি হয়, বিটিশ গেছে লেজ গুটি্যে , পাকিস্তান গেছে লেজ পাছার মধ্য নিয়ে, আওয়ামিগ তার কি হবে এই বাংগালির গন জাগরনে সেটা সময়ের ব্যাপার মাত্র। জন গন কে কখনও হেয় করতে নাই, তার ফল শুভ হয় না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।