অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/
ব্লগার জীবনানন্দদাশের ছায়া একটা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ শুরু করার উদ্যোগ নিয়েছেন এই পোষ্টে ।
মূল পোষ্টের পরবর্তী পোষ্ট এটা যেখানে মোটামুটি ঠিক করা হয়েছে কিভাবে আমরা মাঠে নামতে পারি । সেখান থেকে কিছু অংশ তুলে দিচ্ছি নীচে :
ঈভটিজিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখন সময় একটা আন্দোলনের। সেই আন্দোলন শুরু হয়ে গেছে।
কিন্তু আমরা কি সেই আন্দোলনকে শুধু অন্তর্জালে আমাদের লেখনীর মধ্যে সীমাবদ্ধ রাখবো?
না। আমরা চাইলে আরো বড় পরিসরে কাজ করতে পারি।
কি করবো/ কি করতে চাইছিঃ
আমরা একটা ঈভটিজিং বিরোধী পোস্টার করার উদ্যোগ নিয়েছি। পোস্টারটি আমরা আমাদের নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাসেবী ব্লগারদের মাধ্যমে আপাতত রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে প্রকাশ করবো।
এটা কি সম্ভবঃ
হ্যা, সম্ভব।
আমাদের হাতে একটা অলরেডি ডিজাইন করা পোস্টার রয়েছে। আমাদের পোস্টার প্রকাশের জন্য ফান্ড প্রয়োজন। এই অর্থ দিতে হবে আমাদের পকেট থেকে। মোট একশজন ব্লগারও যদি তার সাধ্য ও সামর্থ অনুযায়ী কন্ট্রিবিউট করেন তবে আমরা নিজেরা কি হাজার দশেক পোস্টার বানাতে পারবোনা?
এতে কি ঈভটিজিং বন্ধ হবেঃ
না, অনেক বড় সামাজিক আন্দোলনে এটা হবে আমাদের অংশগ্রহন। এই পোস্টার থেকে যদি একজন ব্যক্তিও নিজেকে শুধরে নেয় তবে তাই হবে আমাদের প্রাপ্তি।
কারন সেই ব্যক্তি যে কোন এক স্কুলগামী বালিকা বা কোন এক সাধারণ বধু বা কোন অফিসগামী রমনী বা কোন মায়ের অথবা কোন স্কুল শিক্ষকের মৃত্যুর কারণ হতনা তার নিশ্চয়তা কি?
আসুন একসাথে হাতে হাত রেখে সামাজিক এই দুষ্ট ক্ষতের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
এরপরে মন্তব্যের আলোচনায় স্বতঃস্ফুর্ত আলুচনায় যা এলো তার সারসংক্ষেপ:
পোষ্টার ডিজাইন, পরিবর্তন-পরিবর্ধন-সংযোজন-বিয়োজন করছেন ফিউশন ফাইভ
সবাক মোটামুটি ফাইনাল করেছেন ছাপার খরচ হিসেব
বসুন্ধরা ৮০গ্রাম অফসেটে ১৮ x ২৩" সাইজের ১০ হাজার পোস্টারে খরচ পড়বে ২৭ হাজার টাকা।
জীবনানন্দদাশের ছায়া
কাজের সুবিধার্থে একটু ওয়ার্ক ডিস্ট্রিবিউশন ও ডিপার্টমেন্টালাইজেশনের কনসেপ্টে যেতে হবেঃ
টীম ১
অর্থ সংগ্রহ, প্রচারণা (এই টীম থেকেই কাউকে ব্যাংক একাউন্ট হ্যান্ডেল করতে হবে এবং হিসাব রাখতে হবে। )
টীম ২
প্রেসের সাথে যোগাযোগ ও খবরদারী।
টীম ৩
ডিজাইন/ অলংকরণ... ইত্যাদি (আপনি এখানে)
টীম ৪
পোস্টার ছড়িয়ে দেয়া।
(এখানে অনেক ভলান্টিয়ার লাগবে)
এখনো পর্যন্ত বেশ ভালো সাড়া ফিল্ড ওয়র্ক এবং ব্যাক্তিগত স্পন্সরের ক্ষেত্রে।
যোগাযোগ : rakkhos[এট]yahoo[ডট]com
উদ্যোগের শুরু এখানে
ভলান্টিয়ার এবং স্পন্সরদের আপডেট এখানে
এবারে নিজস্ব কিছু কথা বলছি, এই ব্লগ থেকে আগেও অনেক সফল উদ্যোগ নেওয়া হয়েছে। ইভটিজিং এর ব্যাপারটা এমন নয় যে আজ মাঠে নামলে কালই খতম হবে সমস্যা। এটা সামাজিক ব্যাধি এবং তার প্রতিকারটা করতে হবে সামাজিক যুথবদ্ধ আন্দোলনে। যে যে যেই অবস্থানে আছি সেখান থেকেই শুরুটা করা যায়।
যদি কেউ এটাকে সাময়িক ই্যসু ভেবে নেন তবে ভুল করছেন, আমরা সাময়িক কোন ই্যসুতে নই বরং দীর্ঘস্থায়ী একটা প্রতিবাদের শুরুটা করতে চাইছি। আসুন না, যে যার অবস্থানে থেকে অংশ নিই?
"আসুন একসাথে হাতে হাত রেখে সামাজিক এই দুষ্ট ক্ষতের বিরুদ্ধে রুখে দাঁড়াই। "
মন্তব্য গ্রহন বন্ধ করছি না এখানে, তবে আলোচনা/পরামর্শের জন্যে এই লিংক ব্যাবহার করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।