কোন সিস্টেম সাম্যাবস্থায় থাকা কালে যদি এর কোন নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে সিস্টেমের অবস্থান এমনভাবে পরিবর্তত হবে যেন সেই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়
আমার জানা মতে এখন পর্যন্ত আমাদের দেশে মেয়েরা ছেলেদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে আসে না। তাই বলে এটা ভাবা উচিত হবে না যে তাদের কথা বলতে ইচ্ছা করে না। তারা যে আগ বাড়িয়ে কথা শুরু করতে পারে না এই তাদের নিকট অধিক পীড়াদায়ক একটা ছেলে থেকে। মেয়েরা মনে করে আপনি যদি পুরুষ হন এবং সৎসাহস থাকে কথা বলার তাহলে আমার সাথে কথা বলুন।
তাহলে মেয়েরা কি সিগন্যাল দিয়ে থাকে যদি সে কথা বলতে চায়।
এটা অনেক পুরুষই হয়ত জানেন না কি সেই সংকেত
এটাই সেই গোপন ব্যাপার! কি সেই সংকেত! যে মেয়েটি আপনার সাথে কথা বলতে আগ্রহী এবং কোন সময় সেটা। যদি আপনি একটা সংকেত পেয়ে যান তাহলে আপনি শুরু করতে পারেন সেই সময়।
আসুন দেখি কি সেই সংকেত কখন সেই মুহুর্ত।
মনে রাখবেন পুরুষের শরীরের একটা অংগই অধিকাংশ মেয়েদের মন লিকুইড (melt )করে। কি সেটা? আপনি যা ভাবছেন সেটা নয়।
এটা আপনার চোখ। অতএব আপনাকে প্রথম পদক্ষেপ হিসাবে খুব ভাল মানের শক্তিশালী একটা আই কন্টাক্ট করতে হবে। এটা কোন ব্যাপারই না আপনি দেখতে ভাল কি খারাপ। যদি আপনার ভাল, শক্ত সুদৃড় একটি দৃষ্টি,
একটি আই কন্টাক্টই মেয়েটিকে নাড়া দিতে সক্ষম হবেন।
অধিকাংশ পুরুষই এই যায়গায় ভুল করেন।
আপনি তাকান হয়ত তার পায়ের দিকে অথবা বুকের দিকে অথবা দৃষ্টি ফিরিয়ে নেন। আর আকর্ষনের রাস্তায় মাটি চাপা দিয়ে দেন। একথা সত্য সবাই আই কন্টাক্ট করতে পারে না। তবে প্র্যকটিসে সাফল্ল্য অনিবার্য। যদি মেয়েটি আপনার থেকে কিছুটা দুরেও থাকে সমস্যা হবে না।
দরকার শুধু একটি ফুল আই কন্টাক্ট (যেটাকে বাংলায় আমরা চোখাচোখি বলি)। অবশ্যই তাকে একটা হাসি ও উপহার দিবেন। হাসিটা ঠাট্টা মুলক না বা তাচ্ছিল্য ভাব থাকা চলবে না। একটা নির্মল হাসি যেটাকে বলে। লক্ষ রাখেন আপনার আই কন্টাক্টে রাগী বা ভয়ভিতি মুলক যেন না হয়।
ব্যাস ! অনিবার্য এখনই কেমিষ্টি শুরু হয়ে গেছে মেয়েটির মনে। এমনিতেই মেয়েদের এন্টিনা অনেক সার্প। মেয়েটির মনে চিন্তা শুরু হয়ে গেছে তাকে একজন অবসার্ভ করছে। একথা মনে হবার পর একটা মেয়ের পক্ষে নরমালি রিএ্যাক্ট না করে কোন উপায় নেই।
আরেকটা ব্যাপার মনে রাখবেন অধিক সুন্দরী মেয়েরা অনেক কম ডেট করে বা ছেলেদের সাথে কম কথা বলে।
কারন অল্প কিছু মানুষ এত সুন্দরিদের সাথে আই কন্টাক্ট করতে পারে । কিংবা পারেই না।
এখন আসল কথা, আপনি এখন কিভাবে বুঝবেন মেয়েটি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। আই কন্টাক্ট হবার পর আপনি সাথে সাথে খবর পেয়ে যাবেন যদি মেয়েটির ইচ্ছা থাকে কথা বলার। মেয়েটি সোজা উল্টা দিকে ঘুরবে এবং একটু সরে যাবে, সে একটা হাসি দিতে পারে।
এবং ঘুরে তাকাবে। এখানে একটা ব্যাপার, মেয়েটি যদি আপনার দৃষ্টি কোমল ভাবে না নেয় অথবা রাগী দৃষ্টি হিসাবে নেয় এটি হবে না। আপনি তার মুখে বিব্রতভাব পাবেন। মানে সে কথা বলতে ইচ্ছুক নয়।
আরেকটা সংকেত আপনাকে খেয়াল করতে হবে, সেটা হলো সে যদি তার চুল অথবা কানের দুল অথবা অন্য কোন জুয়েলারি নিয়ে নাড়াচাড়া করে, অথবা কাপড় ঠিক করে, এপ্রোচটা এমন হবে যে সে যে স্লিম এটা প্রমান করতে চাইবে।
এটা পজিটিভ সাইন আপনার জন্য। সে আপনার এপ্রোচে ইনটারেষ্ট পাচ্ছে এবং যতটা সম্ভব নিজেকে সুন্দর করার চেস্টা করছে।
তাহলে মেয়েটি বলছে যে আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক।
এবং আপনার উচিত কথা বলার শেষ পার্টটুকু কমপ্লিট করা। কোন একটা টপিক দিয়ে কথা শুরু করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।