আমরা অনেকেই torrent ডাউনলোড করতে পছন্দ করি । কারন খুব সহজেই আমরা torrent ফাইল খুজে পেতে পারি । ইন্টারনেটএ সব ধরনের মুভি , সিরিজ , গেম , মিউজিক এবং মিউজিক ভিডিও আমরা torrent থেকে ডাউনলোড করতে পারি । এছারা torrent ডাউনলোডএর সময় পিসি বন্ধ হয়ে গেলে কিংবা ইন্টারনেট disconnect হয়ে গেলেও কোন সমস্যা নেই । কারন torrent ডাউনলোডে resume সাপোর্ট করে ।
কিন্তু torrent এ সব থেকে বড় সমস্যা হল torrent ডাউনলোডের সময় ডাউনলোড স্পীড কম থাকে । torrent এর ডাউনলোড স্পীড নির্ভর করে peer এবং seeder এর উপর । এজন্য আমরা torrent প্রেমিদের জন্য একটা শুখবর নিয়ে এসেছি । আপনারা এখন torrent ডাউনলোড করতে পারবেন IDM download manager দিয়ে । IDM এ যে তুখর স্পীড পাওয়া যায় সেটাতো আপনারা ভাল করেই জানেন ।
তাই কথা না বাড়িয়ে পদ্ধতিটি নিচে বর্ণনা করলাম :
১. প্রথমে http://www.boxopus.com এ যান ।
২. registration করে ফেলুন । যদি registration করতে না চান তাহলে ফেসবুক অথবা টুইটার এর সাহায্যে sign in করতে পারেন ।
৩. sign in করা হলে আপনার .torrent file টি upload করেন অথবা MAGNET link দিয়ে Put in my Dropbox এ ক্লিক করবেন ।
৪. এরপর Start Download এ ক্লিক করুন ।
৫. এখন আপনাকে কিছুক্ষন অপেক্ষা করতে হবে । কারন boxopus.com আপনার torrent file টিকে ওদের server এ ডাউনলোড করে নিবে । ডাউনলোড হলে আপনি একটি ডাউনলোড অপশন দেখতে পারবেন । সেখানে ক্লিক করে আপনি আপনার পিসিতে ডাউনলোড করবেন ।
৬. আপনি ইচ্ছা করলে torrent এর ভিতরের file গুল আলাদা আলাদা করে ডাউনলোড করতে পারবেন ।
যদি boxopus.com এ ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে অন্য ওয়েবসাইটও try করতে পারেন । যেমন :
http://zbigz.com https://filestream.me/
আমার একটি ব্লগ আছে । ভাল লাগলে ঘুরে আশবেন । http://tech2bd.wordpress.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।