আমাদের কথা খুঁজে নিন

   

Torrent Download করুন সহজে



বিট-টোরেন্ট ডাউনলোড কি এ বিষয়ে বলতে গেলে পাতা পাতা লিখতে হবে। কিন্তু ডাউনলোড করতে গেলে এত কিছু জানার দরকার নাই। যা জানার দারকার তা নিন্মরুপ— যা যা দরকার * ১. একটি ডাউনলোড client সফটওয়্যার * ২. Torrent file ক. সফটওয়্যার? * ১. Bit-Comet তুলনামুলক ভাল স্যাফটওয়্যার * ২. Bit-Torrent ছোটো এবং জনপ্রিয় * ৩. µTorrent সবচেয়ে ছোটো torrent downloader * ৪. Vuze সবচেয়ে powerful client কিন্তু system এ অনেক চাপ দেয়। * ৫. SymTorrent এটা সবার জন্য নয়, যাদের শুধুমাএ Nokia S60v2-5 supported মোবাইল [যেমন n70-97, 5320-5800 etc] আছে তাদের torrent download এর জন্য এটা চরম একটা software. খ. কোথায় পাব torrent file? * ১. Torrentz আমার ব্যাবহার করা সবচেয়ে ভাল torrent search engine, এটা প্রায় সবগুলো torrent host(thepiratebay.org, btmon.com, yourbittorrent.com, torrentreactor.net, alivetorrents.com , kickasstorrents.com আরো অনেক আছে) search করেতে পারে এবং সবচেয়ে দ্রুত। * ২. Isohunt এটাও খুব শক্তিশালী search engine. গ. করনীয়? * ১. যকোন একটি downloader পছন্দ করে download করে install করে নিন।

সবগুলোই ফ্রিওয়্যার। * ২. যেকোন একটি torrent search engine পছন্দ করে আপনার প্রয়োজনীয় ফাইলটি search দিন। এবার দরকারি ফাইলটির torrent নামায় ফেলেন। * ৩. Torrent file টি খুব ছোট হয় গড়ে ১৫০কিলোবাইট । আপনি আগে থেকে download client install করে থাকলে এই file টিতে ডাবল ক্লিক করলে আপনার torrent downloader software টি দিয়ে ফাইলটি ওপেন হবে।

download now click করে আপনি সাথে সাথে ডাউনলোড শুরু করতে পারেন। ঘ. জেনে রাখা ভাল Torrent download করতে গেলে শিওর হেয়ে নেবেন— * যে torrent নামাচ্ছেন তা fake না তো? o আপনার আগে যারা download করেছে তাদের করা comment পড়ুন। o যে আপলোডার torrent টি upload করেছে সে trusted কিনা, যে সাইট থেকে torrent নামাচ্ছেন সেখানে তার নামের পাশে trusted icon থাকবে। o Seeders, Leechers এর স্যাংখ দেখে নিন। যত বেশি হবে তত বেশি speed পাবেন।

o মনে রাখবেন পুরানো মানে বেশি আগের torrent download করতে গেলে বেশি speed পাবেন না। ডাউনলোড speed খুব কম হতে পারে। সবচেয়ে ভাল ১-৩ মাসের মধ্যকার torrent নামানো। o সম-সাময়িক কিছু ডাউনলোড করতে গেলে torrent download হচ্ছে সবচেয়ে ভাল পন্থা। o ভিডিও নামানোর আগে quality ranking দেখে নিতে পারেন (ফাইলের নামের সাথে উল্লেখ থাকে)— + TS, CAM — খুব low quality + PDVD — TS এর চেয়ে ভাল + R5, R4, DVDscr — মোটামুটি(sound ভাল না) + DVDrip( dvd rip) — বেশ ভাল + BRrip(blue ray rip) — চরম ভাল + Torrent এ যে কোন জিনিষ খুঁজে পাওয়ার সম্ভবনা অন্য সব ডাউনলোড process এর চেয়ে অনেক বেশি।

+ Torrent এর সমগ্র ব্যাপারটিই ফ্রি, কোথাও কোন টাকা দিতে হবে না। তো ডাউনলোড করুন যত খুশি। কাজে লাগার মত হলে Repu/Thanks দিলে খুশি হব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।