আমাদের কথা খুঁজে নিন

   

মজার জোকস

Sufficit huic tumulus, cui non sufficeret orbis

রাতের বেলায় হাবলা বেশ উত্তেজিত হয়ে চিকিৎসককে ফোন করেছে। হাবলা: স্যার, দয়া করে তাড়াতাড়ি একটু আমাদের বাসায় আসুন। আমার স্ত্রী ব্যথায় উঠতে পারছে না। মনে হচ্ছে এটা এ্যাপেনডিসাইটিসের ব্যথা। চিকিৎসক: ভয়ের কোনো কারন নেই।

আমি সকাল হলেই আপনার বাসায় পৌঁছে যাব। হাবলা: কিন্তু স্যার, আমার স্ত্রীর অবস্থা যে খুবই খারাপ। চিকিৎসক: (এবার একটু উত্তেজিত) কী বলছেন যা-তা! দুই বছর আগেই তো আপনার স্ত্রীর এ্যাপেনডিসাইটিস অপারেশন করে ফেলে দিয়েছি। তার তো আর এ্যাপেনডিসাইটিসের ব্যথা হতে পারে না। এটা অন্য কোনো ব্যথাহাবলা: সবই ঠিক আছে।

কিন্তু স্যার, আমি যে নতুন আরেকটি বিয়ে করেছি। নগেনের ছেলে পানি ভেবে ভুল করে এক বোতল পেট্রল খেয়ে ফেলেছে। পেট্রল খাওয়ার পর থেকেই সে অনবরত এদিক-ওদিক ছোটাছুটি করতে লাগল। ছেলের কাণ্ড দেখে নগেন তো মহা দুশ্চিন্তায় পড়ে গেল। হাঁপাতে হাঁপাতে সে চিকিৎসকের কাছে গিয়ে হাজির।

চিকিৎসক: সমস্যাটা কী, এভাবে হাঁপাচ্ছেন কেন? নগেন: আর বলবেন না! আমার ছেলে পেট্রল খেয়ে শুধু এদিক-ওদিক ছোটাছুটি করছে। তাকে থামানোর একটা উপায় বাতলে দেন না। চিকিৎসক: কোনো চিন্তা করবেন না। পেট্রল ফুরোলেই আপনার ছেলে থেমে যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.