ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিাবর্ষের অনার্স প্রথম বর্ষ ‘খ’ ইউনিটের ভর্তি পরীায় অন্যান্যবারের মতো এবারও চমত্কার রেজাল্ট করেছে মাদরাসা শিার্থীরা।
১ম, ২য়, ৪র্থ, ৭মসহ উল্লেখযোগ্য অবস্থানগুলো এবারও তাদের দখলে।
এবার ১ম হয়েছে নোয়াখালী কারামতিয়া মাদরাসা থেকে আলিম পরীায় উত্তীর্ন মোঃ মাশরুর বিন আনসারী, ২য় হয়েছে মো: আবদুল আলিম। সে চট্রগ্রাম মাদরাসা থেকে পাশ করেছে। ৪র্থ হয়েছে মো: রিফাতুল ইসলাম এবং ৭ম হয়েছে মেহেদুল হাসান স্বপন। তারা দইজনও মাদরাসা থেকে পাশ করা।
উল্লেখ্য, গতবছরও ঢাবি’র ভর্তি পরীায় প্রথম ২০ জনের মধ্যে ১ম, ৩য়সহ ১২ জনই ছিল মাদরাসা শিার্থী।
এটাও উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবেচনায় অযোগ্য মাদরাসা শিার্থীরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ৮টি বিভাগে নিষিদ্ধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।