আমাদের কথা খুঁজে নিন

   

অনিচ্ছার সিঁদুর 'মুছলো' আত্মহত্যায়

কালের স্রোত

সিঁথিতে জোর করে উত্ত্যক্তকারীর সিঁদুর পরানোর যন্ত্রণার অবসান আত্মহননের মাধ্যমে ঘটিয়েছে এক স্কুলছাত্রী। নবম শ্রেণীর ছাত্রী রূপালী রানিকে (১৬) আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রী উত্ত্যক্তকারীর হামলায় নাটোরে এক কলেজ শিক্ষক এবং ফরিদুপরে এক অভিভাবক নিহত হওয়ার পর সারাদেশ যখন বখাটেদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তখনই সিরাজগঞ্জে এ ঘটনা ঘটলো। রূপালী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সংলগ্ন বগুড়ার শেরপুরের সীমাবাড়ি এলাকার এস আর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলো। সে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের খলিসাগাড়ী গ্রামের সুনীল বরাতির মেয়ে।

পুলিশ জানিয়েছে, রূপালী সোমবার সকাল ৬টার দিকে খলিসাগাড়ী থেকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনো ইউনিয়নের নিঝুড়ি গ্রামে শিক্ষকের বাড়িতে পড়তে যাচ্ছিলো। পথে একটি বাঁশঝাড়ের কাছ থেকে নিঝুড়ি গ্রামের শম্ভু বরাতির ছেলে সুশীল বরাতি (২৩) তাকে ধরে নিয়ে যায়। রায়গঞ্জ থানার ওসি শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রূপালীকে বাড়িতে নিয়ে সিঁদুর পরিয়ে একটি কক্ষে তালা মেরে আটকে রাখে সুশীল। খবর পেয়ে রূপালীর বাবা-মা ওই বাড়িতে পৌঁছে মেয়েকে বের করে দিতে বলে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে ওই কক্ষের দরজা খুলে দেখা যায় রূপালী বাঁশের ধরনায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

" রূপালীর মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সুশীলকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় রূপালীর ভাই কনক বাদি হয়ে ছয়জনকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেছেন জানিয়ে ওসি বলেন, মামলায় সুশীল বরাতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রূপালীর লাশ ময়না তদন্তের জন্য সুশীলদের বাড়ি থেকে দুপুর ১২টার সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান, এ ঘটনায় জড়িত অপর পাঁচজনকে আটকের জন্য অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে অস্বীকৃতি জানান তিনি।

সিরাজগঞ্জ পুলিশ সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেন বলেন, তিনি দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরো বলেন, এই ঘটনায় সুশীলের কোনো বন্ধু-বান্ধবের জড়িত থাকার প্রমাণ এখনো পাওয়া যায়নি। মামলার এজাহারে বখাটের পরিবারের লোকজনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের আটকে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।