আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
গনতন্ত্র বলতে কি আপনি হাসিনা ওয়াজেদ এর পোলা জয়, খালেদা জিয়ার পোলা তারেক রহমান বোঝেন? তাহলে ............হায়রে গনতন্ত্র, হায়রে গনতন্ত্রের নামে চামচামি মাতাম গাইবে আমার মন। গনতন্ত্রের মানে কি এটাই, ২১ শে আগষ্টের বোমা হামলার রাজনীতি, নাকি পল্টন মোড়ে লগি-বৈঠার বলি ৬ তরুন প্রানের রক্তাক্ত ২৮ শে নভেম্বর .....................?
গনতন্ত্রের নামে বিরোধী দলের গন গ্রেফতার, আদালত ও আইনের উপর কর্তাগিরি, কেন সংবিধান বদলানোর আগে গনভোট নেয়া হলো না?কেন যুদ্ধাপরাধ বিচার মানবতার বিচারে রুপ না নিয়ে অমানবতার কাজ-কর্ম শুরু করে দিল?জামায়াত যদি মুক্তিযুদ্ধে মা-বোন হত্যা, ধর্ষন করে যুদ্ধাপরাধ না হয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ ইস্যুতে ফাসিতে ঝুলতে পারে, তবে পল্টন মোড়ে আওয়ামীলীগ ৬জন ছাত্রশিবির হত্যার দ্বায়ে ফাসিতে ঝুলবে না? কেন মানুষের রক্তেগড়া সম্পদের সরকারী রেল পোড়ানোর দ্বায়ে সরকারি কিংবা বিরোধী দলের ফাসি হবে না। গনতন্ত্র হায়!কোথায় গণত্ন্ত্র-র কথা বলা হচ্ছে, যেখানে শিক্ষকদের মধ্যে লাল ও নীল দল বিভক্ত, শিক্ষানীতি সরকার নীতির সাথে সাথে পরিবর্তন হয়। লেখক-রা তেলেমীর অতিমাত্রায় মিথ্যা দিয়ে ভরিয়ে তোলেন সাহিত্য, গল্প, কবিতা ও কলাম। বিচারক ও আইন প্রনেতারা আজ রাজনীতির গুরু, গরু যাদের ঘাড়ে মই দিয়ে এগিয়ে চলছে চোরের বাটপারের দল। সবচেয়ে আশ্চর্যর বিষয় এদেশে ঈমাম সাহেবদের মুলনীতিও ওলামা লীগ হয় যেখানে ইসলামে ধর্ম নিরপক্ষতা বলে যে শব্দটা আছে তার সম্পূর্ণ ভুল ব্যাখা দেয়া হয় আওয়ামীলীগে। হায় রে জাতিয়তাবাদ, হায়রে লীগ। হায়রে জাতীয়পার্টি, হায়রে ইসলাম শব্দটার ব্যবহার অপব্যবহার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।