আমাদের কথা খুঁজে নিন

   

জৈনক বন্ধুকে

নিজেকে সাজাব উঠার আগে রবি

তোমার ব্যথা আমি বুঝি আমার জীবন ছিল এমন, তাইতো তোমায় দেই শান্তনা লিখে নিচের কয়টি চরন। তুমি আজ কাছে নেই বলে নিবিড় ছোঁয়ায় ঘুম আসেনা। স্বপ্নের সীমানায় হাঁটা হয়না কবিতার ভাব মনে আসেনা। তুমি আজ কাছে নেই বলে প্রিয়তমা বলে ডাকা হয়না। একান্তে ভালোবাসায় মন ভরেনা কবিতা পাঠ করা ভালো লাগেনা। তুমি আজ কাছে নেই বলে খিলখিল হাসিতে ঘর ভরেনা। বাসন্তি শাড়িতে কেউ সাজেনা প্রেমের কবিতা লেখা হয়না। তুমি আজ কাছে নেই বলে চন্দ্রমুখ দর্শনে ভোর হয়না। ঠোঁটে ভালোবাসার ফুল ফুটেনা কবিতার চোখ দেখা হয়না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।