পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যের প্রতি সার্চ ইঞ্জিন গুগল, সনির পর এবার আগ্রহী হয়ে উঠেছে স্যামসাং ইলেকট্রনিকস। গুগল গ্লাস, সনির স্মার্টওয়াচের পাশাপাশি অ্যাপল ও স্যামসাং পরিধানযোগ্য পণ্য বাজারে আনবে, এমন আলোচনা অনেক দিন ধরেই চলছিল। এবার স্যামসাং নিজেদের স্মার্টওয়াচ আনার ঘোষণা দেওয়ায় সে খবরের সত্যতা মিলল।
সম্প্রতি গ্যালাক্সি ক্লাব নামের একটি ওয়েবসাইটে স্মার্টওয়াচের ট্রেডমার্ক-সংক্রান্ত একটি লেখা দেখে এ বিষয়ে খবর প্রকাশিত হয়। এ তথ্য অনুযায়ী স্যামসাংয়ের স্মার্টওয়াচের নাম হতে পারে গ্যালাক্সি গিয়ার।
তবে এটিই যে স্মার্টওয়াচ হবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। গ্যালাক্সি ক্লাব ওয়েবসাইটটি বলছে, এ নামে স্যামসাংয়ের অন্য কোনো যন্ত্রও বাজারে আসতে পারে। এ ক্ষেত্রে এগিয়ে আছে স্মার্টওয়াচ।
এর আগে গত মার্চেই স্যামসাং নিজেদের তৈরি পরিধানযোগ্য স্মার্টওয়াচ প্রস্তুত করার চেষ্টার কথা জানিয়েছিল। যন্ত্রটি গুগল অ্যান্ড্রয়েড সম্পূর্ণভাবে চালানো যাবে।
হার্ডওয়্যার হিসেবে এতে স্যামসাং তাদের ফ্লেক্সিবেল অ্যামোলেড পর্দা প্রযুক্তি যুক্ত করতে পারে বলে জানা গেছে। ফলে এটি হবে একটি পরিধানযোগ্য যন্ত্র, যা একই সঙ্গে বড় পর্দার সুবিধা দিতে পারবে। বরাবরের মতো এ বিষয়েও স্যামসাং কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। স্যামসাং এমন যন্ত্র বাজারে আনলে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন কিংবা ট্যাবলেট ব্যবহারকারীরাই বেশি সুবিধা পাবে।
—সিনেট অবলম্বনে কাজী আলম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।