আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবের কাছে ফের হার তামিমের

এর আগেও দেশের বাইরে ঈদ করেছেন দুই বন্ধু সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবারও করেছেন। তবে এবারের ঈদটা আগেরগুলোর চেয়ে একটু ভিন্ন। আগে দুই বন্ধু ঈদ করেছেন দেশের হয়ে খেলতে গিয়ে। এবার ঈদ করেছেন পরস্পরের প্রতিপক্ষ হয়ে।

দেশসেরা দুই ক্রিকেটার ঈদ করেছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট লুসিয়ায়। সেখানে দুই বন্ধু খেলছেন ক্যাবিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। এবার নিয়ে দুজন পরস্পরের প্রতিপক্ষ হয়ে খেলেছেন দুবার। দুবারই জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। প্রথমবার সাকিবের দল বারবাডোজ ট্রাইডেন্টস জিতেছিল ১৭ রানে।

গত শুক্রবার তামিমের দল সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে জিতল ৮৩ রানের বিরাট ব্যবধানে। আগের ম্যাচের মতো এবারও ব্যর্থ হয়েছেন দুই বন্ধু। আসরে বারবাডোজের এটা টানা চতুর্থ জয়। বারবাডোজের কাছে হারের পরের ম্যাচেও হেরেছে সেন্ট লুসিয়া। ৬ উইকেটে হেরেছে ক্রিস গেইলের জ্যামাইকা তালাওয়াহর কাছে।

তবে এই ম্যাচে হেসেছে তামিমের ব্যাট। ৬২ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেছেন ৭৫ রান।

টস জিতে ব্যাট করতে নামে বারবাডোজ। দলীয় তৃতীয় ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন ওপেনার কার্টার। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ডুয়াইন স্মিথ ও শোয়েব মালিক ৮.১ ওভারে ৬৩ রান যোগ করেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মালিক ৩১ রান করেন ২৭ বলে ২ চারে এবং স্মিথ ৪৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ৩৮ বলে ৩ চার ও সমান সংখ্যক ছক্কায়। শেষ দিকে ম্যাচসেরা কিয়েরন পোলার্ড ২১ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৪ রান করলে বারবাডোজের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৭৫। সেন্ট লুসিয়ার সঙ্গে আগের ম্যাচে বারবাডোজ রান করেছিল ১৬৯। সাকিব রান করেন ৯ বলে ১২। যাতে ছিল একটি ছক্কা।

অতিরিক্ত খাত থেকে আসে ২২। যাতে ছিল ৯টি ওয়াইড ও ৯টি নো বল। মানে বাড়তি ৩ ওভার বোলিং করেছে তামিমের দল সেন্ট লুসিয়া।

১৭৬ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন তামিম। বারবাডোজের বিপক্ষে প্রথম মুখোমুখিতে ২২ রান করেছিলেন এই বাঁ হাতি ওপেনার।

এবার রান করেছেন ১। লুসিয়ার পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। এ ছাড়া ২১ রান করেন সাবেক প্রোটিয়াস ওপেনার হার্শেল গিবস। বারবাডোজের পক্ষে ৩টি করে উইকেট নেন নার্স ও এমরিত। ম্যাচসেরা পোলার্ড ২ উইকেট নেন ৮ রানে।

সাকিব ২ ওভারে ১৫ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। আগের ম্যাচে সাকিব ৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। জ্যামাইকার বিপক্ষে প্রথমে ব্যাট করে সেন্ট লুসিয়া ৭ উইকেটে ১৪২ রান করে। জবাবে ১৭.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় জ্যামাইকা।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।