আমাদের কথা খুঁজে নিন

   

ছড়াঃ আকার যুক্ত চাঁদ

আমি মুহাম্মদ সাঈদ আরমান। পেশায় নেটোয়ার্ক এডমিনিস্ট্রেটর। প্রবাসে থাকি। ছোটদের জন্য ছড়া লিখতে ভালোবাসি।

আকাশে চাঁদ ভাসলে রাতে, অবাক হয়ে দেখি।

চাঁদ এর সাথে আকার দিলে, কাঁপে বুকের ছাতি। নেত্রীর চাঁদা,নেতার চাঁদা চাঁদা মন্ত্রী মামার। গোপন চাঁদা,বখশিশ চাঁদা, চাঁদার হরেক বাহার। চাঁদা দাও, ধান্দা কর টেন্ডার পেতে হলে, চাঁদা বিনে টেন্ডার বাকস্ চলে যায় জলে । ভার্সিটি,কলেজে,টেকনিক্যালে ভর্তি হতে চাও? চাঁদ এর সাথে আকারটা যুক্ত করে দাও।

সভ্য চাঁদা, মাস্তান চাঁদা, চাঁদার নানান বেশ, চাঁদা করে দিবস পালন, ধন্য করে দেশ। পার্কে যদি ঘুমাতে চাও চাঁদা লাগবে তাতে, ভিক্ষা করতে চাঁদা লাগে, শহর, নগর, ফুটপাথে । চাঁদ,চাঁদায় পূর্ণ দেশটি চাঁদার নাইকো শেষ, ধন্য তোমরা, সোনার ছেলে। ধন্য বাংলাদেশ। চাঁদা বলতে লজ্জা লাগে আকার দিলাম চাঁদে ।

টের পাবেন নষ্ট-কষ্ট, পড়লে চাঁদার ফাঁদে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।