পারবি কি তুই
ছড়াকারঃ ইসমাইল হোসেন (ইমন)
পারবি কি তুই পাখী হয়ে
নীল আকাশে উড়তে?
কিংবা আলে ভর দিয়ে তুই
লাটিম হয়ে ঘুরতে?
পারবি কি তুই পুকুর জলে
হাঁসের মতো ভাসতে?
কিংবা খুকুর রাঙ্গা গালে
খিল খিলিয়ে হাসতে?
পারবি কি তুই আপন হয়ে
অনাথ জনে মিশতে?
কিংবা আলো ছড়িয়ে দিয়ে
আঁধারটাকে পিষতে?
(আমার ভাললাগাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।