"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
রম্য ছড়াঃ ইভ টীজার
আপনার জুতা
আমার গাল,
যতই মারেন
মিটবেনা ঝাল।
আপনার ঘুষি
আমার মুখ,
যতই মারেন
মিটবেনা সুখ।
আপনার গালি
হজম করেই,
টানবো মেয়ের
ওড়না ধরেই।
থানায় নালিশ
পাড়ায় সালিশ,
এমন রোগের
নেইতো মালিশ।
ওড়না গলায়
ফ্যানেই ঝুলুক,
পুকুরে ঝাঁপ
দিয়েই মরুক,
থোরাই আমি
কেয়ার করি,
সুযোগ পেলেই
জাপটে ধরি।
আমার খুঁটি
শক্ত ভীষণ,
যতই লাগেন
আমার পিছন,
পারবে কি আর
থামাতে আমায়,
ঠাঁই যে আমার
নেতার পা’য়।
দেশজুড়ে আজ
আমার ভয়ে,
আতংকে সব
রয় গুটিয়ে,
জানে সবাই
নামটি আমার,
আমিই সেই
ইভ টীজার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।