পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী
জীবনটাকে হাতে নিয়ে অকৃতজ্ঞ এক আমি
মৃত্যুর দুয়ারে-
অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি।
সম্পর্কের বেড়াজাল থেকে বহুদূরে,
কতক্ষণ তা জানিনা-
কোথায় তা জানিনা-
কেউ আমার যেখানে 'কেউ না'।
ধূসর এক পেঁচার দৃষ্টির চেয়েও
ধূসর-
দৃষ্টি আমার,
তার......তাদের,
অন্ধত্বকে যেখানে পরমবন্ধু করে নিয়েছি আমাদের।
সময়, অনুভূতি, অপেক্ষা- এসবের আবির্ভাব সেখানে
অর্ধমাত্রায়।
আধেকটুক আর, জন্ম হবার আগেই মরেছে
ডুব হতাশায়।
অকৃতজ্ঞতায় ছেয়ে গেছে আলোর পাথার
যাবার সময় চলে এসেছে
ভিড়ে যাবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।