লন রাশিয়ার ভিসা পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্রুস ফেইন।
যুক্তরাষ্ট্রের এবিসি নেটওয়ার্কে এক টেলিভিশন অনুষ্ঠানে লন ও ব্রুস একত্রে উপস্থিত হয়েছিলেন, সেখানেই ব্রুস এ কথা জানান বলে বিবিসি জানিয়েছে।
অনুষ্ঠানে লন তার পুত্র স্নোডেনকে দেশে ফিরিয়ে আনার আগ্রহের কথা জানান। স্নোডেনের সঠিক বিচার নিশ্চিত করতে এটি করা দরকার বলে তিনি মনে করেন।
তিনি দাবি করেন, তার পুত্র “সত্য কথা বলে বিরাট ত্যাগ স্বীকার করেছেন”।
পরিকল্পিত মস্কো সফর সম্পর্কে ফেইন বলেন, “আমরা ভিসা পেয়েছি, আমরা একটি দিনও নির্দিষ্ট করেছি, তবে পরিস্থিতিগত কারণে এখন তা প্রকাশ করছি না। ”
ফোন ও ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন গোয়েন্দা কর্মসূচী ফাঁস করে দেন এডওয়ার্ড স্নোডেন। ফাঁস করার পরপর তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে হংকংয়ে পাড়ি জমান। তার বিরুদ্ধে মামলা করে তাকে হস্তান্তরের জন্য হংকংয়ের কাছে অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে স্নোডেনকে দেশ ছাড়ার ছাড়পত্র দেয় হংকং।
সেখান থেকে ২৩ জুন রাশিয়া এসে উপস্থিত হন স্নোডেন।
এর মধ্যে যুক্তরাষ্ট্র সরকার তার পাসপোর্ট বাতিল করলে মস্কোর শেরমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আটকা পড়েন স্নোডেন। এখানে পাঁচ সপ্তাহ কাটানোর পর রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় পান।
প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়ার পর বিমানবন্দর ছেড়ে অজ্ঞাত আশ্রয়ে চলে যান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।