যুক্তরাষ্টের আড়িপাতার বিষয়ে সরকারি কৌশলীদের প্রশ্নের জবাব দেয়ার জন্য জার্মানি সফরে যেতে পারবেন না এডওয়ার্ড স্নোডেন ; তবে জার্মানির কৌশলীরা তাকে মস্কোয় জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
আজ শুক্রবার রুশ সংবাদ মাধ্যমে ইন্টারফ্যাক্স এ কথা জানিয়েছে।
এ সংবাদে আরো বলা হয়েছে, গত আগস্টে স্নোডেনকে রাশিয়ার রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে এবং এ অবস্থায় তার পক্ষে জার্মানি সফর করা আইনগত দিক থেকে মোটেও সম্ভব হবে না। জার্মানি সফরে গেলে স্নোডেনের রাজনৈতিক আশ্রয়ের মর্যাদা আর বহাল থাকবে না এবং তাকে ওয়াশিংটনের হাতে তুলে দেয়া হতে পারে।
এর বদলে, জার্মানির অ্যাটর্নি জেনারেলের দফতর থেকে প্রতিনিধিদের রাশিয়া পাঠানো যায় বা স্নোডেনের কাছে লিখিত প্রশ্ন পাঠাতে পারে তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।