সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমানের আদালতে কলেজের ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে মামলাটি করেন আসিফ আলভী, তিনি বিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র।
আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নগর পুলিশের উপ-কমিশনারকে (গোয়েন্দা) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বলে জানান বাদির আইনজীবী মহীবুল্লাহ চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ৭ অগাস্ট কলেক কর্তৃপক্ষ সাবেক ও বর্তমান ১১ জন ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজি এবং শিক্ষকদের ওপর হামলার অভিযোগে একটি মামলা করেন।
আদালত সদরঘাট থানার ওসিকে মামলাটি গ্রহণের আদেশ দেয়।
গত কয়েকমাস ধরে কলেজ অধ্যক্ষ রেজাউল কবিরের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ১১ দফা দাবিতে ‘ছাত্র সংগ্রাম পরিষদের’ ব্যানারে আন্দোলন করে আসছেন কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনের সময় শিক্ষার্থীরা অধ্যক্ষকে কলেজে ঢুকতে বাধা দেয় এবং ৪ অগাস্ট শিক্ষকদের বৈঠকে ডিম ছুড়ে মারে।
গত ৫ অগাস্ট কলেজ অধ্যক্ষ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ‘ছাত্রলীগ নামধারী’ কলেজের সাবেক শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভর্তিতে ‘কোটা’ না পেয়ে তার বিরুদ্ধে আন্দোলন করছে।
পরদিন পাল্টা সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, অধ্যক্ষ নিজের ‘দুর্নীতি’ ঢাকতে এই ঘটনায় ছাত্রলীগকে জড়াচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।