আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের নিজস্ব প্রমোদতরী


সুপার ইয়ট 'রাইজিং সান' মি. ল্যারি এলিসন আসেন আজ দেখি দুনিয়ার সেরা বড়লোকদের ব্যাক্তিগত ইয়ট বা প্রমোদতরীগুলো দেখতে কেমন। প্রথমে উপরে দেখলেন প্রকান্ড আর বিলাসবহুল একটা ইয়টের ছবি। ইয়টটার নাম রাইজিং সান, ২৩ জন ক্রু আর ১৮ জন অতিথীর আরাম আয়েসের ব্যাবস্হা আছে এই ইয়টে। এটার মালিক আমেরিকান বিলিয়নেয়ার ল্যারি এলিসন। তিনি বিখ্যাত আমেরিকান কোম্পানী 'ওরাকল' এর প্রতিষ্ঠাতা মালিক আর দুনিয়ার ৫ নম্বর ধনী।

তার সম্পদের পরিমান ৪৩ বিলিয়ন ডলার। প্রমোদতরী 'আমেডিউস' মি. বার্ণার্ড আরনল্ট এটা একটা সুপার ইয়ট নাম 'আমেডিউস' যার মালিক মি. বার্নার্ড আরনল্ট। ইনি একজন আমেরিকান বিলিয়নেয়ার, দুনিয়ার ১০ নং ধনী। ইয়ট সেনসেস গুগলএর প্রতিষ্ঠাতা মি. ল্যারি পেজ তিন নং ইয়টটার নাম সেনসেস, একটা শক্তিশালী সুপার ইয়ট। এই ইয়ট লম্বায় ২০০ ফিট আর ইন্জিনের শক্তি ৩২০০ হর্স পাওয়ার।

এটার মালিক মি. ল্যারি পেজ, তিনি গুগলের সহপ‌্রতিষ্ঠাতা। তার ধনসম্পদের পরিমান ২৩ বিলিয়ন ডলার আর তিনি পৃথিবীর ২০ নম্বর ধনী। ইয়ট 'কিংডম ৫কেআর' উপরের ইয়টের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালাল ৪ নং ইয়টটার নাম কিংডম ৫ কেআর। এটা একটা বিলাসবহুল শক্তিশালী ৮৬ মিটার লম্বা ২০০ মিলিয়ন ডলারের প্রমোদ তরী। এটার প্রথম মালিক ছিলেন আদনান খাসোগী, তার টাকাপয়সার টানাটানি পড়লে তিনি এটা বেচে দেন আমেরিকার বিলিয়নেয়ার ট্রাম্প সাহেবের কাছে।

ট্রাম্প সাহেবের অর্থনৈতিক অবস্হা খারাপ হলে তিনি এটা বেচে দেন তালালের কাছে। এটার নাম পাল্টে রাখা হয় 'কিংডম ৫ কে আর'। তালালের কোম্পানীর নাম 'কিংডম' আর '৫' তার লাকি নম্বর আর 'কে' এবং 'আর' তার দুই মেয়ের নামের প্রথম অক্ষর। এই হল কিংডম ৫ কে আর। তালালের সম্পদের পরিমান ২০ বিলিয়ন ডলার আর তিনি পৃথিবীর ২৬ নং ধনী।

ইয়ট 'ষ্টারফায়ার' কার্ল আইকান উপরের ইয়টের নাম স্টারফায়ার, এটার মালিক কার্ল আইকান, আইকান এন্টারপ্রাইজের মালিক, পৃথিবীর ২৬ নং ধনী। মায়ান কুইন আলবার্তো বেইলারেস ৬ নম্বরে একটা চমৎকার বিলাসবহুল ইয়ট মায়ান কুইন আর এই ইয়টটার মালিক মেক্সিকান কোম্পানী গ্রুপো ব্যাল এর মালিক মি. আলবার্তো বেইলারেস। ইনি দুনিয়ার ৩২ নম্বর ধনী, তার টাকার পরিমান ১৮.২ বিলিয়ন ডলার। ইয়ট 'আমেভি' স্টীল সাম্রাজ্যের সম্রাট লক্সমী মিত্তাল এবারের প্রমোদতরীটির নাম আমেভী আর এটার মালিক লক্সমী মিত্তাল। আমেভি একটা ৯১০০ হর্স পাওয়ারের ১৫০ মিলিয়ন ডলার দামের একটা ইয়ট যাতে ১১ জন ভিআইপি আরামসে থাকতে পারেন।

স্টীলের জগতের সম্রাট লক্সমী মিত্তাল পৃথিবীর ৪১ তম বড়লোক তার সম্পদের পরিমান ১৬.৫ বিলিয়ন ডলার। মনেকস লিউনার্দো ডেল ভেসেহায়ো মনেকস নামক এই ইয়টটার মালিক ইতালির চশমার কারখানা 'লুক্সোলিকা'র মালিক পৃথিবীর ৪৯ নম্বর বড়লোক লিউনার্দো ডেল ভেসেহায়ো, যার সম্পদের পরিমান ১৫.৩ বিলিয়ন ডলার। প্রমোদতরী অক্টোপাস পল এ্যালেন প্রমোদতরী অক্টোপসের মালিক মাইক্রোসফট এর সহ প্রতিষ্ঠাতা পল এ্যালেন। তার সম্পদের পরিমান ১৫ বিলিয়ন ডলার আর তিনি পৃথিবীর ৫৩ তম বড়লোক। এদের মধ্যে মনে হয় ইনিই সবচাইতে গরিব।

স্পিলবার্গের নৌকা! উপরেরটা বিখ্যাত চিত্র পরিচালক স্টীফেন স্পিলবার্গ এর প্রমোদতরী। ইনি দুনিয়ার প্রথম দিককার বড়লোকদের তালিকাতেই পড়েননা! যা ব্বাবা! সুত্র: Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.