ঘুষ খায়, রাজনীতি করে এমন মানুষের সাথে বন্ধুত্ব, অাত্মীয়তা করব না।
চ্যানেল ৭১ দিনে দুপুরেও মিথ্যা কথা বলে। বিশেষ করে যে কোন হরতালের দিন তাদের রিপোর্টারা যখন দেশের বিভিন্ন এলাকা থেকে রিপোর্ট করে তখন দেখা যায় রাস্তায় তেমন কোন যানবাহন নেই। স্ত্রিনে দেখা যাচ্ছে দু’একটি রিক্সা বা সিএনজি চলছে। আর রিপোর্টার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বকবক করে বলে যাচ্ছেন, “হরতালে যানবাহন ঠিকমতই চলাচল করছে এবং জনজীবনে হরতালের তেমন কোন প্রভাব পরেনি।
অথচ রিপোর্টারের পিছনেই দেখা যাচ্ছে সকল দোকানপাট বন্ধ আছে। একই ধরনের রিপোর্ট করে এই চ্যানেলের সকল জেলা প্রতিনিধিরা। এতোটা নিলর্জভাবে মিথ্যা কথা বলতে কি একটুও লজ্জা হয় করে না ? সরকারের খোলামেলা চ্যামচেমি করে জনপ্রিয় টিভি চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব নয়-এই সত্যটুকু বিশ্বাস করে চ্যামচেমো থেকে ফিরে এসে দেশ ও গণমানুষের কল্যাণে প্রকৃত সত্য প্রকাশ করার জন্য চ্যানেল ৭১ কে অহ্বান জানাচ্ছি।
শুধু চ্যানেল ৭১ই নয় একুশে টেলিভিশন, এন টিভি, আর টিভি এবং বাংলা ভিশন ছাড়া দেশের প্রায় সকল টেলিভিশন বর্তমানে সরকারের পক্ষে রিপোর্ট করে। একটু আধটু বিপক্ষে না বললে জনগণ তাদের খবর বিশ্বাস করবে না সেজন্য খুব চালাকি করে বিপক্ষে বলে।
আর বিভিন্ন টক শো’র সঞ্চালকদের কথাবার্তা ও আচার-আচরণ দেখে মনে হয় ওনারা যেন নৌকা মার্কার শপথ নিয়ে সাংবাদিকতা শুরু করেছেন। দৈনিক আমার দেশ পত্রিকা যেমন বিএনপি’র যোদ্ধা হিসেবে কাজ করে এই সকল চ্যানেল তেমন আওয়ামী যোদ্ধা বৈকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।