বাংলাদেশ ক্রিকেট টিম টেস্ট স্টেটাস পাওয়ার পর থেকে আজ অবধি জাতীয় দলে অনেকের অভিষেক হয়েছে , তার মধ্যে কিছু খেলোয়ার ছিলেন যারা এক বা দুই ম্যাচ খেলেই বাদ পরে গেছেন এবং আর কোনদিন জাতীয় দলে খেলার সুযোগ পান নি । অনেকে হয়ত তাদের নামই ভুলে গেছেন । সেই সব অভাগা খেলোয়ার দের নতুন করে পরিচয় করিয়ে দিতে আমার এই প্রচেষ্টা ।
আজ থাকছে ব্যাটসম্যান রফিকুল ইসলাম এর গল্প ।
রফিকুল ইসলাম জাতীয় দলের হয়ে খেলেছেন এক ওয়ানডে ও এক টেস্ট ম্যাচ ।
২০০২ সালে বাংলাদেশ দল দক্ষিন আফ্রিকা সফর করে , সফরে বাংলাদেশ দক্ষিন আফ্রিকার সাথে তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচ খেলে ।
ক্রিকেট বিশ্বে দক্ষিন আফ্রিকা প্রতিষ্ঠিত শক্তিমান দল । অপর দিকে বাংলাদেশ টিম ছিল ক্রিকেট বিশ্বে সদ্য টেস্ট স্টেটাস পাওয়া নবীন দল । প্রতিষ্ঠিত দলের সাথে একটি উঠতি নবীন দলের যে ব্যাবধান থাকার কথা পুরো সিরিজ জুরে তাই বজায় থাকল । দক্ষিন আফ্রিকার বাউন্সি উইকেট এ পোলক , এনটিনির মত বোলাররা আরো ভয়ংকর হয়ে উঠল ।
যার ফলে বাংলাদেশ এর ব্যাটসম্যান দের রান পেতে পচন্ড সংগ্রাম করতে হচ্ছিল । যেখানে বাংলাদেশ দলের প্রতিষ্ঠিত সবাই ব্যার্থ হচ্ছিল সেখানে ৩য় ওয়ানডে তে নামিয়ে দেওয়া হল রফিকুল ইসলাম কে ।
রফিকুল ইসলাম জাবেদ ওমর কে সাথে নিয়ে ওপেন করতে নামলেন । যেখানে বাংলাদেশ এর প্রতিষ্ঠিতরা দক্ষিন আফ্রিকার ফাস্ট বোলিং খেলতে ব্যার্থ হচ্ছিল সেখানে রফিকুল এর কাছ থেকে ভাল কিছু প্রত্তাশা করা টা ঠিক ছিল না ।
রফিকুল ব্যাটিং এ নেমে ৩০ মিনিট এর মত উইকেট এ ছিলেন ।
বল খেললেন সর্বমোট পাচঁটি এবং এর সব কটিতেই তিনি ঠিক ভাবে খেলতে ব্যার্থ হন । ফলাফল নিজের খেলা ৫ম বলে স্লিপে ক্যাচ আউট শুন্য রানে ।
রফিকুল ইসলাম এর জাতীয় দলের হয়ে ওয়ানডে কেরিয়ার শেষ হল কোন রান করা ছাড়াই । আর খেলায় বাংলাদেশ পরাজিত হল ৭ উইকেট এর বিশাল ব্যাবধানে ।
ওয়ানডে তে ব্যার্থ হওয়ার পর রফিকুল ইসলাম কে সফরের ২য় টেস্ট এ আবার সুযোগ দেওয়া হয় ।
কিন্তু এখানেও সে চরম ভাবে ব্যার্থ হয় । দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭ রান করেন । খেলায় বাংলাদেশ দল ইনিংস ও ১৬০ রানের বিশাল ব্যাবধানে পরাজিত হয় । এবং চরম হতাশা জনক একটি সিরিজ শেষ করে বাংলাশে দল সবগুলো ম্যাচ বাজে ভাবে পরাজয়ের মধ্য দিয়ে ।
ঘরোয়া ক্রিকেট এ কোন আহামরি পারফর্ম না থাকার পরও রফিকুল ইসলাম কে জাতীয় দলে নেওয়া তখনকার সময়ে বাংলাদেশ দলের নির্বাচকদের আহাম্মকিটাই ফুটিয়ে তুলে ।
রফিকুল ইসলাম ২০০৭ সালে সর্বশেষ ফাস্ট ক্লাস ম্যাচ খেলে অবসর নেন । বর্তমানে তিনি রাজশাহীতে ক্রিকেট কোচিং এ জরিত আছেন ।
রফিকুল ইসলাম
আগের পর্ব গুলো
বাংলাদেশ ক্রিকেট টিম এর অভাগা খেলোয়ার দের গল্প । পর্ব - ১
বাংলাদেশ ক্রিকেট টিম এর অভাগা খেলোয়ার দের গল্প । পর্ব - ২
বাংলাদেশ ক্রিকেট টিম এর অভাগা খেলোয়ার দের গল্প ।
পর্ব - ৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।