হরতাল বা সভা সমাবেশ করে রায় বদলানো যাবেনা বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আজ সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ পাওয়া বিচারকদের একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের সময় তিনি একথা বলেন।
জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে সারা দেশে সকাল সন্ধা হরতাল করায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, 'আইনের শাসনের ওপর গণতন্ত্র নির্ভর করে। আইনের শাসনের ভিত হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা।
এর ওপর সবার আস্থা থাকতে হবে। হরতালের নামে এই ধরনের অরাজকতা বা সংহিসতা সৃষ্টি করা হলে জনগণ তা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে বিচারকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। হরতাল বা সভা সমিতি করে রায় বদলানো যায় না।
জুডিশিয়াল সার্ভিসের ষষ্ঠ ব্যাচের ৩৫জন বিচারক বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
আগামী ১২ অক্টোবর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।