সবার উপর শান্তি বর্ষিত হউক,
সবাইকে ঈদ শুভেছা।
বিভিন্ন সময় আনেকেই মাইক্রো কনট্রোলের উপর নানা রকম টিউন করেছেন তাই আমি ওই বিষয়ে তেমন কিছুই বর্ণনা করছিনা।
তবে আজ আমি মাইক্রো কন্ট্রোল নির্ভর একটি রিমোট এ ২ টি লোড নিয়ন্ত্রণ এর Circuit, PCB ও Code আপনাদের উপহার দেব।
সাধারণত Hobbist রা রিমোট এর Sony & RC5 protocole ব্যবহার করে থাকে। এ ছাড়াও আর নানা রকম
protocole আছে।
পরবরতিতে সময় এ বিষয়ে বিশদ আলোচনা করব। এখানে আমরা সনি protocole ব্যবহার করে
project করব।
আমাদের যা প্রয়োজনঃ
Microcontroller Programmer.
Remote - 1PC (সনি টিভি এর যে কোন মডেল)
IR Sensor (Reciver) -1Pc
IC - PIC12F675 (Microcontroller)- 1pc
Traic - BT134 - 2PCs
Ziner Diode - 5V1 (5.1V) 1W
Diode - 1N4007 - 1Pc
LED (Small) - 1PC
Capacitor:
.22uf(224)/600V -1Pc
.1uf(104)/25V - 1pc
1000uf 25V - 1pc
100uf 25V - 1Pc
Rasistor:
56R .5w - 1Pc
1M - 2Pcs
1K - 3Pcs
PCB,Soldering Iron, Lead ETC.
ঊপরের সার্কিটে দেখা যাচ্ছে যে একটি ৫৬ ওহম Rasistor .22(224)/600V Capacitor ও 1M
Rasistor ব্যবহার করে ভোল্টেজ ড্রপ করা হয়েছে । পরবর্তীতে 5.1 Volt জিনার দীয়ে ভোল্টজ রেগুলেট করা হয় ।
IR Sensor দিয়ে IR সিগন্যাল রিসিভ করা হয় ।
মাইক্রো কনট্রোল সেই সিগন্যাল আনুশরন করে কাজ করে থাকে ।
LED টি ব্যবহার করা হয়েছে iR সিগন্যাল বুঝা ও মাইক্রো কন্ট্রোল এর কার্যকারিতা বুঝার জন্য ব্যবহার করা হয়েছে ।
আইসি এর ৬ ও ৭ নং পিন দিয়ে লোডের Traic নিয়ন্ত্রণ করা হয়েছে ।
PCB ডিজাইন টি এমন ভাবে করা হয়েছে যে আপনি ইচ্ছা করলে MK Switch Board এ ব্যবহার করতে পারবেন ।
নিচের লিঙ্ক থেকে আপনি Schematic, PCB & Code ডাউনলোড করে নিন ।
ডাউনলোড
কোন সমস্যা হলে জানাবেন ।
সব কাজ শেষ করে IC প্রোগ্রাম করে সার্কিটে বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিন, যদি LED টি ৬ বার blink করে তাহলে বুঝতে হবে সব ঠিক আছে । এখন রিমোট নিয়ে ১
চাপুন তাহলে ১ নং লাইট জ্বলে উঠবে । আবার ১ চাপলে ১ নং লাইট নিভে যাবে। একই নিয়মে ২ চাপুন ।
Power Button
চেপে একই সাথে সব লোড নিভান যাবে ।
মজার ব্যপার হল Software টি এমন ভাবে লিখেছি যে লোড শেডইং এ আপনার শেষ কারজ্যক্রম মনে রাখবে ।
সাবধানতা ঃ এটি ২২০ ভোল্ট নিয়ন্ত্রিত একটি সার্কিট তাই সাবধানে কাজ করবেন ।
ভাল থাকুন । সুস্থ থাকুন ।
আল্লাহ হাফেজ।
আপনাদের উৎসাহ পেলে আরও মজার প্রোজেক্ট নিয়ে হাজির হব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।