আমাদের কথা খুঁজে নিন

   

পিসিকে বানিয়ে ফেলুন ফেইস ডিটেক্টর

এ পথ যদি না শেষ হয়,তবে......... সাধারানত দামী ব্র্যান্ডের ল্যাপটপে ফেইস ডিটেকশন বা ফিঙ্গার ডিটেকশন সিস্টেম থাকলেও ডেক্সটপে সিস্টেমটি চালু করা যেমন কষ্টসাধ্য তেমনি ব্যয়বহুলও। তবে খুব সহজেই যেকোন পিসিতেই ফেইস ডিটেকশন সিস্টেমটি চালু করা সম্ভব। এ জন্য আপনার প্রয়োজন হবে ওয়েবক্যাম যুক্ত পিসি/ল্যাপটপ আর “লুক্সান্ড” নামের সফটওয়্যার। এক্ষেত্রে প্রথমে দেখতে হবে পিসিতে password protection অন করা আছে কিনা। যদি না থাকে তাহলে control panel/user account এ password protect করে নিন।

এরপর Click This Link থেকে বিনামুল্যে লুক্সান্ড ডাউনলোড করে নিন। এর পর unzip করে Folder টা open করে “LuxandBlinkProSetup” এ ডাবল ক্লিক করুন এবং webcam অপশনটি সিলেক্ট করে apply দিন। পর পর দুটো নতুন উইন্ডো আসলে next এ ক্লিক করুন। অতঃপর আরও একটি উইন্ডো আসবে তবে এখানে ওয়েবক্যামের সাহায্যে পিকচার লোডিং শুরু হবে তাই চুপচাপ ওয়েবক্যামের দিকে লক্ষ্য রেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। সবশেষে your password এর ঘরে আপনার password দিয়ে Enable Face Locking অপশনটি ok করে Finish এ ক্লিক করুন এবং pc রিস্টার্ট করুন।

পুনরায় পিসি অন করে password এর পরিবর্তে আপনার ফেইস দেখিয়ে লগইন করুন। প্রথম প্রকাসঃ ইচ্ছা ঘুড়ি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.