....আজ কে Independent TV তে খবর দেখছিলাম।সম্ভবত মিরপুর ২, ঠিক মনে নেই,যাই হোক। একটি ভাঙ্গা রাস্তা নিয়ে প্রতিবেদন দেখাচ্ছিল। জনগনের মতামত নেবার সময়, এক পর্যায়ে জনৈক একজন ব্যাক্তির বক্তব্য ছিল এ রকম... " আমাদের রাস্তা কেটে খাল বানিয়ে দিন, তাহলে অন্তত আমরা নৌকায় করে চলাচল করতে পারব, এখনকার মত কষ্ট করতে হবে না "... বর্তমানে বাংলাদেশের প্রায় সব রাস্তার ই এই অবস্থা। ইহার নাম ডিজিটাল বাংলাদেশ। দেশকে এই সমস্যা গুলো দেখে , আমার মাথা থেকে 'ডিজিটাল বাংলাদেশের" সপ্ন হারিয়ে যায়......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।