মঙ্গলবার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে প্রকল্প কর্মকর্তা তপন কুমার ঘোষের বরখাস্তের বিষয়টি কুষ্টিয়ার জেলা প্রশাসককে অবহিত করা হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১২-১৩ অর্থ বছরের মাঝামাঝি সময়ে টিআরের আওতায় বিশেষ বরাদ্দ হিসেবে ১০০ টন চাল দেয়া হয়।
স্বাক্ষর জালের মাধ্যমে একটি চক্র এ চাল উত্তোলন করে নেয় বলে অভিযোগ ওঠে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় পিআইও তপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।