উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য সুখবর। মাইক্রোসফট জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহেই বাজারে ছাড়া হবে উইন্ডোজ ৮.১। তবে এর ফাইনাল ভার্সন আসবে অক্টোবরে।
মাইক্রোসফট আরও জানায়, উইন্ডোজ ৮ এর সকল সুবিধার পাশাপাশি এতে আছে নতুন সকল ফিচার, যা ব্যবহারকারীর নিকট অপারেটিং সিস্টেমকে করবে আরও সহজতর এবং আনন্দঘন। এ বিষয়ে আজ ইয়াহু নিউজ একটি সংবাদও প্রকাশ করেছে।
যারা ইংরেজিতে ওই খবরটি জানতে চান তারা সরাসরি চলে যান এই লিঙ্কে। এর আগে মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) টামি রেলার জানিয়েছিলেন, উইন্ডোজভক্তরা এখন নিশ্চিতে উইন্ডোজ ৮ কিনতে পারেন, তাঁরা পরবর্তীতে বিনামূল্যেই উইন্ডোজ আপডেট সংস্করণ ব্যবহার করতে পারবেন।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে উইন্ডোজের নতুন সংস্করণ উইন্ডোজ ৮ উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। ট্যাবলেট, স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপে ব্যবহারের জন্য উইন্ডোজের বিশেষ এ সংস্করণ উন্মুক্ত করেছিল প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকেরা ধারণা করছিলেন, উইন্ডোজ ৮ কম্পিউটার জগতে বিশাল সাড়া ফেলবে।
কিন্তু উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা এ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে গিয়ে ধাঁধায় পড়েন। প্রযুক্তি বিশ্লেষকেদের সমালোচনার মুখে পড়ে মাইক্রোসফট।
জানা গেছে, এখন পর্যন্ত মাত্র ১০ কোটি উইন্ডোজ ৮-এর লাইসেন্স বিক্রি করতে পেরেছে মাইক্রোসফট। এর আগে গত মে মাসে মাইক্রোসফট জানিয়েছিল, শিগগিরই ‘উইন্ডোজ ব্লু’ বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। তবে টামি রেলার এ প্রসঙ্গে জানিয়েছেন, উইন্ডোজের নতুন সংস্করণ ৮.১ ছোটো আকারের ৭ ইঞ্চি ও ৮ ইঞ্চি মাপের ট্যাবলেটও সমর্থন করবে।
শিগগিরই উইন্ডোজ ৮.১ এর প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করার তথ্য জানিয়েছেন উইন্ডোজ বিভাগের ওই কর্মকর্তা।
আমার এক চাচাতো ভাই চাকরি করেন মাইক্রোসফটে। তিনিও জানিয়েছেন, কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু অপেক্ষার পালা... লা..লা.. লালা.. লা। হুররে।
পোস্টটা ভালো লাগলে ঘুরে আসতে পারেন এই দুটি সাইটে। আমি কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছি এখানে। প্রয়োজনে আমাকে ইমেইলও করতে পারেন। moufarzana25@gmail.com । ব্যক্তিগত কোনো বিষয়ে মেইল না করে প্রযুক্তি বিষয়ক কোনো আপডেট থাকলে দয়া করে জানান।
ভালো থাকবেন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।