নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন নাকি?
হ্যাঁ, অনন্য মামুনের পরিচালনায় চলচ্চিত্রটির নাম 'রোমান্স'। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি আমি। ছবির গল্পটা যেভাবে শুনেছি, তাতে আমাকে কখনো বলিউডের ওম শান্তি ওম ছবির অর্জুন রামপাল, আবার কখনো ডার্টি পিকচার ছবির নাসিরুদ্দিন শাহর মতো মনে হচ্ছে। আশা করছি, সব মিলিয়ে অন্য রকম কিছু একটা হবে।
'দেহরক্ষী' ছবিতে কেমন সাড়া পেয়েছেন?
আমার প্রথম ছবি 'হাজার বছর ধরে'।
সৃজনশীল এ ছবিতে আমি অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। আর 'দেহরক্ষী' একটি বাণিজ্যিক ধারার ছবি। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এ ছবিতে অভিনয় করে আমি ভীষণ সন্তুষ্ট।
আমি এর আগেও কয়েকটি ছবিতে কাজ করেছি। ছবিগুলোর মধ্যে রয়েছে- 'দ্য লাস্ট ঠাকুর', 'শুয়াচান পাখি' ও 'পোড়ামন'।
পরিচালক এবং অভিনয়শিল্পীর সঙ্গে সম্পর্ক কেমন থাকা উচিত?
একজন অভিনয়শিল্পী এবং একজন পরিচালকের সঙ্গে সম্পর্ক থাকা উচিত অবশ্যই বন্ধুত্বপূর্ণ। এর আগে পরে কোনো কথা নেই। পরিচালকের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে তবে ভালো কাজ আশা করা যায় না।
বর্তমান সময়ে তরুণ অভিনেতা বা অভিনেত্রীরা যারা আছেন তাদের সম্পর্কে আপনার অভিমত?
বর্তমানে যারা আমাদের এই টিভি মিডিয়ায় নাটক বা মডেলিং করছে তারা অনেক ভালো করছে। এখন তো অনেকগুলো স্যাটেলাইট চ্যানেল।
ফলে কাজ করার ক্ষেত্রটাও অনেক। তাই আমার কাছে মনে হয়, তারা অনেক ভালো করবে।
একজন অভিনেতা বা অভিনেত্রীর থিয়েটার করাটা কতটা জরুরি?
একজন অভিনয়শিল্পীর জন্য থিয়েটার করাটা অনেক জরুরি। কারণ থিয়েটারের মাধ্যমে অভিনয়ের নানা কলাকৌশল শেখা যায়। আর একজন অভিনয়শিল্পী তার অভিনয়ে কতটা দক্ষ তার প্রমাণ পাওয়া যায় মঞ্চে।
খণ্ডনাটক, নাকি মেগাসিরিয়াল_ কোনটাতে কাজ করতে আপনার বেশি ভালো লাগে?
আসলে খণ্ডনাটক এবং মেগা সিরিয়াল দুটি দুই ধরনের। যেমন- খণ্ড নাটকে একটি চরিত্রকে নিয়ে একদিন বসবাস করলে হয়। আবার মেগা সিরিয়ালে হয় উল্টোটা। সেখানে একটি চরিত্র নিয়ে বসবাস করতে হয় মাসের পর মাস।
*আলী আফতাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।