আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্রে নতুন এন্টিহিরো

র্যাম্প মডেল হিসেবে অল্প সময়েই নজর কাড়েন সবার শিমুল খান । মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের আঙিনাতেও আনাগোনা ছিল তার। ২০১০ সালে 'অল ইজ অয়েল' নাটকের মধ্য দিয়ে নাট্য জগতে পথ চলা শুরু হয় তার। আর চলচ্চিত্রে তিনি যাত্রা শুরু করেন ইফতেখার চৌধুরীর পরিচালনায় 'দেহরক্ষী' ছবির মধ্য দিয়ে। ছবিটিতে খলচরিত্রে সাবলীল অভিনয় দিয়ে নজর কাড়েন শিমুল। তারপর একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে প্রত্যাশাকে ছাড়িয়ে যাচ্ছেন শিমুল খান। আগামী মাসেই মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় ছবি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'কিছু আশা কিছু ভালোবাসা।' এছাড়া আরও কিছু ছবিতে কাজ করছেন এখন। এগুলো হলো- অনন্ত জলিলের পরিচালনায় 'মোস্ট ওয়েলকাম-টু', আদম দৌলার 'বৈষম্য', মোস্তাফিজুর রহমান মানিকের 'টেরোরিস্ট' ও 'ইটিস পিটিস প্রেম', ইফতেখার চৌধুরীর 'ওয়ানওয়ে', রিকিয়ো মাসুদের 'দ্য স্টোরি অব সামারা'।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।