আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এখন Bandwidth রপ্তানি করবে!!

আমি অনেকদিন ধরে Techtunes follow করি - ভাল লাগে। কিন্তু কখনো কোনকিছু post করার সাহস হয় নাই, কারন এই technical বিষয়গুলোতে আমার জ্ঞান খুব বেশী সীমিত। কিন্তু আজকে মানবজমিনের অনলাইন ভার্সনে (বুধবার, ১৪ আগস্ট ২০১৩; বাংলাদেশ সময় সকাল ৫ টা) একটা নিউজ পরে খুব অবাক হলাম, অনেকগুলো চিন্তা মাথায় আসলো-  Bandwidth নিয়ে কতই না লিখা হয়েছে এই Techtunes এ, আমরা কতই না হতাশ, কত opportunity আমাদের দেশের তরুণরা কাজে লাগাতে পারছে না । তাতে কি?  দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে! আমরা এখন bandwidth রপ্তানি করবো, এই হচ্ছে লিঙ্কঃ
http://www.mzamin.com/details.php?nid=NjY1NTU=&ty=MA==&s=Mjc=&c=MQ=
আমাদের ইন্টারনেট এত বেশী speedy যে আমরা এখন আমাদের পরম আত্মীয় দের bandwidth দিব! চলুন আমারা সবাই মিলে প্রস্তাব করি এ জন্য যেন কোন টাকা না নেয়া হয়! এটা উপহার হিসেবে দেয়া হলে বন্ধুত্ব আরও শক্তিশালী হবে!
এই দেশটা কতই না এগিয়ে যেতে পারত! ...............আমি আর স্বপ্ন দেখি না!

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.