আমাদের কথা খুঁজে নিন

   

@আমার প্রথম ফ্ল্যাশ চ্যাটরুমে কাজ করার অভিজ্ঞতা@

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমার দ্বিতীয় টিউন। এর আগেও আমি ফ্ল্যাশ চ্যাটরুম নিয়ে লিখেছিলাম। এবার আমার কিছু  কাজ করার অভিজ্ঞতা শেয়ার করবো।

যদি কোন ভুলত্রুটি হয় আশা করি তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমার আগের টিউনে আমি লিখেছি কিভাবে সাইন ইন করা যায় http://www.techtunes.com.bd/review/tune-id/226003
ফ্ল্যাশ চ্যাটরুম এক এক দেশে এক এক দামে বিক্রি করা হয়। দাম ১ বছরের জন্য ১৪০০০ থেকে ৩০০০০ বা আরও কম বা বেশী হয়। আপনি চ্যাটরুম কিনার সময়ই ডোমেইন এবং হস্টিং একসাথে পাবেন।
আমি এবার এডমিন প্যানেলে কাজ করা নিয়ে কিছু লিখবো
এডমিন প্যানেলে কাজ করার জন্য মানে ব্যাকএন্ডে কাজ করার জন্য প্রথমে আপনার এডমিন ইউজার নাম এবং পাস্ওয়াড দিন এডমিন লিঙ্কে ঢুকে

এরপর নিম্মের মত পেজ আসবে

এটা দিয়ে আপনি ইউজার লিস্ট দেখতে পারবেন এবং এখান থেকে ইউজার ডিলিট এবং এডিট করতে পারবেন।

নিম্মে স্ক্রীনসট দেওয়া হল


এটা দিয়ে আপনি ইউজার বানাতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি ইউজার ব্লক করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল


এটা দিয়ে আপনি ফ্ল্যাশ গেমস আপলোড করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি ব্যানার আপলোড করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি  ইউজারদের বিভিন্ন পারমিসন দিতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি  বিভিন্ন উইজেট আপলোড করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি  বিভিন্ন লগ দেখতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি  সাইটের বিভিন্ন সেটিং পরিবর্তন করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়েও আপনি  সাইটের বিভিন্ন সেটিং পরিবর্তন করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়েও আপনি  এডমিন প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি  সাইটে বিভিন্ন রুম তৈরি করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি  সাইটে বিভিন্ন ইউজারের চ্যাট লগ দেখতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি  সাইটের থিমের বিভিন্ন কালার আরও অনেক কিছু পরিবর্তন করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি  ইউজারদের বাজে লিখা ফিল্টার করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি  ইউজারদের পেমেন্ত রুলস এক্তিভেট করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি  মিডিয়া প্লেয়ার এক্তিভেট করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল

এটা দিয়ে আপনি  আইপি নিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন নিম্মে স্ক্রীনসট দেওয়া হল





এটা দিয়ে আপনি এডমিন প্যানেল থেকে বের হয়ে যেতে পারবেন

সামনে আরও কিছু ভাল টিউন করার চেষ্টা করব। আশাকরি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেয।
এড্রেস হচ্ছে -
https://www.facebook.com/groups/wrongnumber.net/
Main site: http://wrongnumber.net/

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.