আমাকে ছেড়ে যেওনা, আমি একা থাকতে চাই।
২০১২ সালটা হলিউডের জন্য এক সোনালী সময় ছিল। এ বছর আমরা পেয়েছি 'The Dark Knight Rises ', 'The Hobbit ', 'Les Misérables ', 'The Raven ', 'Django Unchained ', 'Lincoln ', 'Zero Dark Thirty ', 'Silver Linings Playbook ' -এর মতো অসামান্য কিছু মুভি। তাছাড়া অনেক বিশ্বকাঁপানো মুভির সিক্যুয়াল ২০১২ সালে নির্মিত হয়েছে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনেমা জগতের সবচেয়ে বড় পুরষ্কার প্রদান আসর 'Academy Award' বা 'Oscar'. এবারের (৮৫ তম) অস্কারে বেশ কিছু মুভি খুবই ভালো অবস্থানে আছে।
'Lincoln' ১২ টি, 'Life of Pi' ১১ টি, 'Silver Linings Playbook' ৮ টি, 'Les Misérables' ৮ টি, 'Argo' ৭ টি এবং 'Django Unchained' ৫ টি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনিত হয়েছে।
আমার কিছু প্রিয় অভিনেতা এবার অস্কারের জন্য মনোনিত হয়েছেন। মূল চরিত্রে অভিনয়ে Hugh Jackman 'Les Miserable' এর জন্য এবং Bradley Cooper 'Silver Linings Playbook' এর জন্য মনোনিত হয়েছেন। আর পার্শ্বচরিত্রে অভিনয়ে Robert De Niro মনোনিত হয়েছেন 'Silver Linings Playbook' মুভির জন্য।
আমার দুজন প্রিয় অভিনেত্রী Amy Adams এবং Anne hathaway এবার অস্কারের জন্য মনোনিত হয়েছেন।
তবে দুজনই পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য। Amy Adams 'The Master ' এবং Anne Hathaway 'Les Miserable' মুভিতে অভিনয় করে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। আর 'X Men: First Class ' মুভ্যির 'Raven/Mistique ' খ্যাত Jennifer Lawrence 'Silver Linings Playbook' মুভ্যিতে Tiffany নামক চরিত্রে অভিনয় করে মূল অভিনেত্রীর ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনিত হয়েছেন।
অনেক পূর্ব অস্কার বিজয়ী অভিনেতা/অভিনেত্রী/পরিচালক এবার আবার অস্কারের জন্য মনোনিত হয়েছেন। তিন তিনবার অস্কারজয়ী নির্মাতা Steven Spielberg এবার আবার মনোনিত হয়েছেন 'Lincoln' মুভ্যিটি পরিচালনার জন্য।
অস্কারজয়ী পরিচালক Ang Lee এবার আবার মনোনিত হয়েছেন 'Life of Pi ' পরিচালনার জন্য।
আর পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য যে ৫ জন অভিনেতাকে মনোনয়ন দেয়া হয়েছে তাদের মধ্যে চারজন (Christoph Waltz , Philip Seymour Hoffman , Alan Arkin , Tommy Lee Jones ) ১ বার করে এবং Robert De Niro ২ বার অস্কার জিতেছিলেন।
আর পার্শ্বচরিত্রের জন্য মনোনিত অভিনেত্রীদের মধ্যে Sally Field ২ বার এবং Helen Hunt ১ বার অস্কার জিতেছেন।
আরো বিস্তারিত জানতে-
এখানে... এবং এখানে...
[এটি আমার প্রথম পোষ্ট তাই অনাকাঙ্ক্ষতি ভুলত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।