আমাদের কথা খুঁজে নিন

   

অস্কারের নাম অস্কার কেন?

ভালো আছি

অস্কার পুরস্কার নিয়ে চলচিত্র অনুরাগীদের মধ্যে উৎসাহের শেষ নেই। কোন বছর কোন ছবিটি অস্কার পাবে, কে সেরা অভিনেতা, অভিনেত্রী হবেন তা নিয়ে সারা বিশ্বেই চলচ্চিত্র মহলে অনেক জল্পনাকল্পনা চলে। কিন্তু অস্কার পুরস্কারের নাম ‘অস্কার’ কেন সে ইতিহাস অনেকেই জানেন না। ৩৪ সে.মি. লম্বা গোল্ড প্লেটেড পুরুষ মূর্তিটির নাম ‘অস্কার’ কীভাবে হলো তার রয়েছে এক মজার কাহিনী। ১৯২৭ সালের ৪মে প্রতিষ্ঠিত হয় দ্য একাডেমী অভ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস।

চলচ্চিত্রশ্বিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করবার জন্য এই একাডেমী পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেয়। তাছাড়া পুরস্কারের জন্য একটি ক্রেস্ট বা মূর্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সোনায় মোড়া একটি পুরুষ মূর্তি, হাতে একটি তলোয়ার, মূর্তিটি দাড়িয়ে আছে একটি ফিল্ম রোলের উপর। তখন একাডেমী অ্যাওয়ার্ড হিসাবেই এটি পরিচিতি ছিল। ১৯৩১ সাল পর্যন্ত ‘অস্কার’ নাম হয়নি।

১৯৩১ সালে একাডেমীর লাইব্রেরিয়ান মার্গারেট হেরিক একদিন মূর্তিটি দেখে বলে ওঠেন, ‘আরে, এটা দেখতে তো একদম আমার চাচা অস্কারের মত! ’। অস্কার নামটি ভীষণ ভাল লেগে যায় একাডেমী কর্তৃপক্ষের। তখন থেকেই স্ট্যাচুটির নাম হয়ে যায় ‘অস্কার’। প্রথম একাডেমী অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠান হয় ১৬ মে ১৯২৯ সালে হলিউডের রুজভেল্ট হোটেলে। ১৯২৭-২৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিকে পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে।

১৯২৯ সালের ৩১ অক্টোবর আরেকটি একাডেমী অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয় অ্যামবাসেডর হোটেলে। এই অনুষ্ঠানে ১৯২৮-২৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিকে পুরস্কৃত করা হয় । এই অনুষ্ঠানে সেরা ছবির পুরস্কার পায় মেট্টো গোল্ডউইন মেয়ারের ‘ব্রডওয়ে মেলোডি’ ছবিটি। এটিই পুরস্কারপ্রাপ্ত প্রথম ছবি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।