আমাদের কথা খুঁজে নিন

   

আমস্টারডাম..a town in netherlands...



আমরা সকলেই হয়তো হল্যান্ড(নেদারল্যান্ড) সম্পর্কে আর কিছু না জানি এটুকু জানি যে, দেশটি গোল আলু, হ্যাঁ, গোল আলুর জন্য বিখ্যাত! সে যাই হোক, দেশটির নয়নাভিরাম একটি শহর আমস্টারডাম, আমরা যারা বাইক নিয়ে একটু ঘাটিঘাটি করি তারা প্রায় সবাই জানি শহরটি কেন বিখ্যাত, আর যারা জানি না তাদের জন্যই এই লিখার অবতারনা.... * মসজিদের শহর ঢাকা আর আমস্টারডাম ঢাকা সাইকেলে। * অর্থাত্‍ শহরটি সাইকেলের জন্য বিখ্যাত। * শহরজুরে 400KM বিশেষায়িত পথ আছে,শুধুমাত্র সাইকেলের জন্য! * 2006 সালে শহরে সাইকেল ছিল প্রায় 1million, যা 2013 এসে দাড়ায় 1.2million এ! * শহরের জনসংখ্যার তুলনায় সাইকেলের সংখ্যা বেশী! * প্রবাদে আছে "আমস্টারডামিয়ানরা সাইকেলে জন্মগ্রহন করে"! * 60% এর ওপরে জনসংখ্যা সাইকেলেই তাদের যাতায়াত সম্পন্ন করে। * টুরিস্টরা শহর ঘুরে দেখে সাইকেলে,এজন্য শহরের প্রায় সর্বত্র গাইড সহ সাইকেল ভাড়ায় পাওয়া যায়। * শহরের প্রায় সর্বত্র সাইকেল পার্কিং(rack system) এর সুব্যাবস্হা আছে। * পৃথিবীর অন্যতম কম পরিবেশ দুষনকারী শহর আমস্টারডাম। আসুন এবার একটু শহরটির অন্ধকারদিক(সাইকেল বিষয়ক) নিয়ে আলোকপাত করি... * পৃথিবীর সবচেয়ে বেশী সাইকেল চোরের আবাসস্হল হল এই আমস্টারডাম শহর! * 2005 সালে 54 হাজার সাইকেল চুরি হয়! * 2011 সালে চুরি হয় 83 হাজার সাইকেল! * যেসব চোর সাইকেল হজম(চোরাকারবারির দোকানে বিক্রি) করতে পারে না তারা ব্রিজ থেকে খালে ফেলে দেয় সাইকেল! * 2005 সালে 12-15হাজার সাইকেল উদ্ধার করা হয় শহরের বিভিন্ন খাল থেকে! তথ্যসূত্র: WIKIPEDIA. এবার আপনাদের কাছে আমার প্রশ্ন: আমস্টারডামের সাইকেল সংস্কৃতির নেপথ্য কারন কি?(কোন ধরনের ইন্টারনেট ঘাটাঘাটি না করে মনের মাধুরি মিশিয়ে উত্তর দিন,আর না দিতে চাইলেও সমস্যা নেই, আপনি এত কষ্ট করে আমার লিখাটা পড়লেন আমি তাতেই খুশি,ভাল থাকবেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।