আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে নিহত ২ কিশোরের লাশ হস্তান্তর

ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় গ্রামবাসীর গণপিটুনিতে নিহত দুই বাংলাদেশি কিশোরের লাশ বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।রাত ৮টার দিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে ওই দুই কিশোরের লাশ ফেরত দেয় বিএসএফ।নিহত দুই বাংলাদেশি কিশোর হলো ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শ্রীকান্ত কোচের ছেলে হেমন্ত কোচ (১৫) ও প্রেমানন্দ কোচের ছেলে শীতল কোচ (১৪)।বিজিবি, পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, গত ১২ আগস্ট রাংটিয়া গ্রামের পাঁচ কিশোর ও যুবক দল বেঁধে রাংটিয়া সীমান্তের ১১০৬ পিলারের কাছ দিয়ে ভারতের চিচিংপাড়া গ্রামে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় গ্রামবাসীরা তাদের ধাওয়া করে দুই কিশোরকে ধরে ব্যাপক গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।ঘটনাটি জানাজানি হলে বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.