প্রথমবারের মতো ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেমকে (ওএস) পেছনে ফেলে এগিয়েছে উইন্ডোজ ওএস। এর মাধ্যমে বর্তমানে বিশ্বের তৃতীয় জনপ্রিয় মোবাইল ওএস হিসেবে স্বীকৃতি পেল।
উইন্ডোজের সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে গুগলের তৈরি ওএস অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএস। বর্তমানে স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েড ৭৯ শতাংশ এবং আইওএস ১৪ দশমিক ২ শতাংশ শেয়ার দখল করে আছে। এ সময়ের মধ্যে মাইক্রোসফট ওএসের অর্জন ৩.৩ শতাংশ বাজার শেয়ার এবং সারা বিশ্বে বিক্রি করা স্মার্টফোনের সংখ্যা ৭৪ লাখ ইউনিট।
একই সময়ে ব্ল্যাকবেরি ওএসের অর্জন ২.৭ শতাংশ বাজার শেয়ার এবং বিক্রি করা স্মার্টফোনের সংখ্যা ৬১ লাখ ইউনিট। গত বছর ব্ল্যাকবেরির বাজার শেয়ার ছিল ৫.২ শতাংশ এবং বিক্রীত স্মার্টফোনের সংখ্যা ছিল ৭৯ লাখ ইউনিট, যেখানে মাইক্রোসফটের ছিল ২.৬ ভাগ শেয়ার এবং বিক্রীত স্মার্টফোনের সংখ্যা ছিল ৪০ লাখ।
গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের গবেষক অংশুল গুপ্ত জানান, গ্রাহক পর্যায়ে অ্যাপসের সুবিধা বাড়িয়ে মাইক্রোসফট ওএস এগিয়ে চলছে, যার ফলে ব্ল্যাকবেরিকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে।
স্মার্টফোন বিক্রির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে এশিয়া। এ অঞ্চলে স্মার্টফোন বিক্রির হার বেড়ে দাঁড়িয়েছে ৭৪.১ শতাংশ।
একই সময়ে লাতিন আমেরিকা এবং ইস্টার্ন ইউরোপে স্মার্টফোন বিক্রির পরিমাণ ৫৫.৭ ভাগ এবং ৩১.৬ শতাংশ। নতুনভাবে মাইক্রোসফট ওএসের এ এগিয়ে যাওয়াকে বাজারে নিজেদের অবস্থান শক্ত করার প্রক্রিয়ার দিকেই নিয়ে যাচ্ছে বলে ধারণা বাজার বিশেষজ্ঞদের। বর্তমানে তৃতীয় অবস্থানে থাকলেও এ স্থান দ্বিতীয়তে যাওয়ার ব্যাপারে আশাবাদী মাইক্রোসফট। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।