মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে ।
আজ ১৫ আগস্ট -
জাতির জনক বঙ্গবন্ধু কে নির্মম ভাবে হত্যা করার দিন
কারা হত্যা করেছিলো?
পাকিস্তানীরা?
ইন্ডিয়ানরা?
সোভিয়েত বা মার্কিনিরা?
নাহ! আমরা! বাঙ্গালীরা, বঙ্গবন্ধুর বঙ্গের লোকেরাই - কেন?
কারন আমাদের স্বার্থে আঘাত লেগেছিলো, আমাদের ধান্দায় লোকসান হচ্ছিলো পিতার কারনে
তাই পিতাকে সরানো প্রয়োজন হয়ে পড়েছিলো কিছু বিপথগামী মানুষের
১. আওয়ামীলীগকে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়েছিলো; আওয়ামীলীগ ধ্বংস হয় নাই
২. বঙ্গবন্ধু পরিবারের সবাইকে মেরে ফেলার প্ল্যান হয়েছিলো; সবাই মরে নাই
৩. 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' কে 'ইসলামী প্রজাতন্ত্র' করার চেষ্টা হয়েছিলো; তাও হয় নাই
শুধু রক্ত-মাংসের মুজিবকে মেরে ফেলা হয়েছে, কিন্তু নুজিবের আর 'কিছু'ই মরে নাই
এরকম এক 'কিছু'র নাম বাংলাদেশ...
বাংলাদেশ আছে - থকবে
একটি স্বাধীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে
মাফ করবেন,
৩০ মক্ষ শহীদের এই বাংলাদেশের ভাগ্য ঠিক করার দায়িত্ব আমি জনা কয়েক ইসলামী আলেম কিংবা আততায়ীর হাতে মারা যাওয়া কোন সেনাপ্রধানের অর্ধাঙ্গীর হাতে দিতে পারলাম না
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।