আমাদের কথা খুঁজে নিন

   

এইটা ব্লগ না গ্রামের চায়ের দোকান

Matha kharap

সারাক্ষণ ব্লগের প্রথম পাতায় ছাগু আর কুত্তা নিয়া চিল্লাচিল্লি..... আর কত? ব্লগে যারা আসেন,তারা সবাই শিক্ষিত, এই শিক্ষিত মানুষ গুলার এই যদি এই অবস্থা হয়, দেশের অবস্থা কেমন হবে তা ভালই বুঝা যায়। আর কিছু সুশীল কে দেখা যায়, খালেদা, হাসিনার চরিত্র কেমন তা নিয়ে গভেষনা করতে, জিয়া মুক্তিযোদ্ধা তা নিয়ে বিশাল লিখা লিখতে। কি আজব মানুষ আমরা। আবার কেউ দেখা যায় শেখ মুজিব কেন যুদ্ধ করেনি তা নিয়ে গভেষনা করতে। এই সব নিয়ে চিল্লাচিল্লি করে কোন লাভ আছে? দেশের মানুষ গুলা এমন কেন? আরেক জনের পশ্চাত দেশে খোচাতে না পারলে কি ভাললাগেনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।