আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ ও ব্লগের বাইরে দিনরাত চুষলামি করে দেশ ও জাতির কি কি উপকার হচ্ছে তার একটি লিস্ট চাই।

//

শাহবাগের মোড়ে বসে গান্জা খেয়ে সাহিত্য গেল দেশ গেল বলে চেচানো চুষীল আর সারাদিন ব্লগে বসে সব রসাতলে গেল চুষীলদের মাঝে সত্যিকার অর্থে পার্থক্য একটাই। ব্লগে তারা যতটা সাহসী বাস্তবে তার তিনগুন ভীতু। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত দালালী ছাড়া এই চুষীলরা দেশের জন্য আর কি অবদান রেখেছে তা খুজতে হলে অনুবীক্ষন যন্ত্র বসাতে হবে। এই চুষীলদের চেতনা যত শক্ত তাদের চোখ ততটাই অন্ধ। বিএসএফ প্রতিনিয়ত লাশ উপহার দিলেও এদের চেতনা জ্বলে না এদের চেতনা জ্বলে সামরিক বাহিনীকে আধুনিকায়ন করলে।

এদের চেতনা নিষ্প্রভ থাকে যখন দেশের ভিতরে কেউ কাউকে লাটিপেঠা করে কিন্তু কোন দেশের কোন যুবরাজ কাকে পিঠাই তা নিয়ে মাইক ফাটাতে পারঙ্গম তারা। বাইরের দেশে আমাদের টিভি চ্যানেলগুলো যখন দেখতে দেওয়া হয় না তখন এদের বিবেক জ্বলে না কিন্তু সংস্কৃতি বিনিময়ের ধান্দায় নিয়মিত এসিরুমে বসে গলা ভিজাতে উস্তাদ এরা। এই চেতনাধারীদের চেতনা কাজ করে না যখন পাহাড়ে বাঙালি নির্যাতিত হয় কিন্তু এই তারাই চেচিয়ে উঠে যখন হামলার হাত থেকে বাচতে সেনাবাহিনীকে বন্দুক চালাতে হয়। এই কামলারা পার্বত্য ভূমিকে এদেশের অংশ বলে মনে করে না তখনো এরা রাজাকার হয় না। এই চুষীলরা দ্রব্যমূল্যের দাম বাড়লে জেগে উঠে না এদের বিবেক আবার সেমিনারে দারিদ্রতার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবেগ ঢেলে আসে।

এই চুষীলরা ভারতকে টেলিকরিডর দেওয়া নিয়ে একছত্র লেখার প্রয়োজন মনে করে না কিন্তু দেশী কোন অপারেটর কোন আকাম করল তা নিয়ে সুশলামি করতে তাদের দ্বিধা হয় না। এই চুষীলরা সেনাবাহিনী, বিডিআর কোথায় জমি কিনছে তা নিয়ে চেচাতে থাকে কিন্তু সরকার বিনা কারনে হাজার হাজার একর অধিভুক্ত জমি অব্যবহৃত অবস্থায় রেখে দিলেও তা নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করে না। এই চুষীলরা কোন মেজর কয়টাকা কামিয়েছে তা নিয়ে চেতনার জোয়ার ভাসিয়ে দেয় অখচ কোন ডিসি কোন সচিব কত হাজার কোটি টাকার মালিক তা নিয়ে এক পাতা লেখতেও আগ্রহী না। হুমায়ুন আহমেদ কোথায় জানি বলেছিলেন এ দেশের সুশীলদের দেখলে তার সর্দিজ্বর আসে আমার সর্দিজ্বর আসে না সামনে পাইলে থাপরাইতে মন্চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.